জিতলেও রোহিতদের কাঠগড়ায় বিশ্বকাপের উইকেট

জয় দিয়েই নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করলো ভারত, লো স্কোরিং ম্যাচে আয়ারল্যান্ডকে সাত উইকেট হারিয়েছে তাঁরা। তবে জয়-পরাজয় ছাপিয়ে আলোচনায় উঠে এসেছে উইকেটের আচরণ।

জয় দিয়েই নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করলো ভারত, লো স্কোরিং ম্যাচে আয়ারল্যান্ডকে সাত উইকেট হারিয়েছে তাঁরা। তবে জয়-পরাজয় ছাপিয়ে আলোচনায় উঠে এসেছে উইকেটের আচরণ; অসম বাউন্সের কারণে ব্যাটারদের গা বাঁচিয়ে খেলার দিকে বেশি মনোযোগী হতে হয়েছিল।

ম্যাচ শেষে এটি নিয়ে কথা বলেছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। তিনি বলেন, ‘টসের সময়েই বলেছিলাম পিচ কেমন সেটা সম্পর্কে আমাদের কোন ধারণা নেই। মাত্র পাঁচ মাসের পুরনো পিচে কিভাবে ব্যাট করতে হয় জানা নেই আসলে, দ্বিতীয় ইনিংসেও কিন্তু ব্যাটিং করা সহজ ছিল না।’

তবে বোলারদের কৃতিত্ব দিতে কার্পণ্য করেননি এই ওপেনার। তিনি বলেন, ‘সঠিক লাইন লেন্থে বল করার চেষ্টা করেছে সবাই, এবং পেরেছেও। আর্শদীপ ছাড়া বাকিরা নিয়মিত টেস্ট খেলে, সেই অভিজ্ঞতা তাঁদের সাহায্য করেছে। আর আর্শদীপ তো শুরুতে দুই উইকেট নিয়ে মোমেন্টাম এনে দিয়েছিল।’

আইরিশ দলপতি পল স্টার্লিংও মেনে নিয়েছেন তাঁর কথা, ভারতীয় বোলারদের প্রশংসা করে তিনি বলেন, ‘তাঁদের ওপর আরো চাপ তৈরি করা উচিত ছিল। কিন্তু তাঁরা সেই সুযোগ দেয়নি,  দারুণ বোলিং করেছিল পুরোটা সময়।’

অন্যদিকে ম্যাচ সেরা জাসপ্রিত বুমরাহ বলেন, ‘এই ফরম্যাটে আপনাকে সব পরিস্থিতির সাথে মানিয়ে নিতে হবে। আমি শুধু আমার পরিকল্পনা অনুযায়ী বোলিং করেছি, বোলিংয়ের বেসিক ঠিক রেখেছিলাম।’

পাকিস্তানের বিপক্ষেও তাহলে চার পেসার খেলাবে ভারত, এমন প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে রোহিতকে। উত্তরে তিনি বলেন, ‘একদম সত্যি যে আমরা জানি না পাকিস্তান ম্যাচের পিচ কেমন হবে। তবে এই কন্ডিশন ধরেই পরিকল্পনা করব। এটা এমন একটা ম্যাচ হতে যাচ্ছে যেখানে আমাদের সবাইকে অবদান রাখতে হবে।’

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...