করোনাসৃষ্ট বিরতি থেকে ফেরা পরই যেন একগাদা অশান্তিতে পা রেখেছে জুভেন্টাস। ইতালিয়ান কাপের ফাইনালে হার, এরপর কোচ-খেলোয়াড়দের দ্বন্দ্বের গুঞ্জন শুরু। এরই মাঝে কোচ মাউরিজিও সারি যেন অশান্তির আগুনে ঘি ঢাললেন! জানালেন, ক্রিশ্চিয়ানো রোনালদো শারীরিকভাবে সেরাটা দেয়ার অবস্থানে নেই।
তবে সারি আরও জানিয়েছেন, ফিটনেস উদ্ধারে কাজ করে যাচ্ছেন তারা। বোলোনিয়ার বিপক্ষে আজ রাতে মুখোমুখি সিরিআ চ্যাম্পিয়নরা। আশাবাদ ব্যক্ত করলেন, এ ম্যাচেই রোনালদোর সেরাটা পাওয়ার। এর আগে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ক্রিশ্চিয়ানোর সঙ্গে গতকাল আবারও অনেক সময় নিয়ে আলাদা করে কথা বলেছি। এখন তার আত্মবিশ্বাস হারালে চলবে না। আশা করি বোলোনিয়ার বিপক্ষেই আবার পুরনো রোনালদোকে দেখতে পাবো আমরা। তবে এখন সে শারীরিকভাবে সেরা অবস্থানে নেই।’
শেষ দুই ম্যাচে ভূমিকা বদলে প্রথাগত স্ট্রাইকার হিসেবে দেখা গিয়েছিলো রোনালদোকে। আজকের ম্যাচে আবারও পুরনো ভূমিকায় তাকে ফেরানোর একটা ইঙ্গিতও দিয়েছেন ইতালিয়ান এই কোচ, ‘উইঙ্গার হিসেবে খেলে সে ৭০০ গোল পেয়েছে। সেটাই তার পছন্দের জায়গা হয়তো, আর সেটা হওয়াই স্বাভাবিক।’
গত বুধবারে ন্যাপোলির বিপক্ষে কাপ ফাইনালে হারের দুঃখ ভুলে দলকে সামনে তাকানোর তাগিদ দিয়েছেন সারি। বলেছেন, ‘ফাইনালে গিয়ে শিরোপা না জেতাটা হতাশার। তবে সেটা মেনে নিতে হবে আমাদের। সেটা থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে। সামনে আরও অনেক ম্যাচ বাকি, সেগুলোয় মনোনিবেশ করতে হবে আমাদের।’