‘কোনো ধরনের নিউজে আপনারা বিচলিত হবেন না’

‘সবাই আমার জন্যে দোয়া করবেন। সবাই কে একত্রে থেকে এই যুদ্ধে আমাদের জয় লাভ করতে হবে। আল্লাহ সবার সহায় হোন।’

অনেক রকম কথাই শোনা যাচ্ছিল। এমন সময় মাশরাফি বিন মুর্তজার নিজেরই নীরবতা ভাঙা’র প্রয়োজন ছিল। তিনি সেটাই করলেন। জানালেন, সুস্থই আছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মাশরাফি লিখেছেন, ‘আমি এখন পর্যন্ত শারীরিক ভাবে সুস্থ আছি। বাসায় থেকেই প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণ করছি। কিছু পরীক্ষা করার জন্য আমার হাসপাতালে যাওয়ার প্রয়োজন হতে পারে, সেটা স্বাভাবিক। হাসপাতালে ভর্তি কিংবা রুম না পাবার তথ্য সম্পুর্নভাবে ভিত্তিহীন। কোন কারণে আপনারা বিভ্রান্ত হবেন না, কোনো ধরনের নিউজে আপনারা বিচলিত হবেন না।’

সবার প্রতি দোয়া চেয়ে তিনি আরো লিখেছেন, ‘সবাই আমার জন্যে দোয়া করবেন। সবাই কে একত্রে থেকে এই যুদ্ধে আমাদের জয় লাভ করতে হবে। আল্লাহ সবার সহায় হোন।’

করোনা ভাইরাসে আক্রান্ত মাশরাফির অবস্থার অবনতি হয়েছে বলে যে খবর নানা জায়গায় প্রকাশিত হয়েছে – সেসব কেবলই গুজব। ভাল আছেন মাশরাফি, বাসায় আছেন।

যোগাযোগ করে জানা গেল, নড়াইল দুই আসনের সংসদ সদস্য মাশরাফির অবস্থা স্থিতিশীল আছে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েও যতটা ভাল থাকা যায়, ঠিক ততটা ভাল অবস্থাতেই আছেন তিনি। তাঁকে নিয়ে আতঙ্কিত হওয়ার মত কিছু এখনো হয়নি।

বুকের একটা এক্স-রে করানোর নির্দেশনা আছে। করোনা ভাইরাস আক্রান্ত হলে ফলো-আপ চেকাপে এমন নির্দেশনা চিকিৎসকরা দিয়ে থাকেন। সেজন্যই সম্মিলিত সামরিক হাসপাতালে যোগাযোগ করেছে পরিবার।

অ্যাজমার সমস্যা তার পুরোনো, নতুন করে সেটা বাড়েনি। স্রেফ ঘুম কম হচ্ছে, এই সময় সেটা অস্বাভাবিক নয়। তাঁর চিকিৎসার দিকটা দেখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক এ বি এম আব্দুল্লাহ।

জানিয়ে রাখা ভাল, গেল ২০ জুন কোভিড ১৯-এ আক্রান্ত হন মাশরাফি। এর আগে করোনা ভাইরাস প্রতিরোধে মাঠ পর্যায়ে কাজ করেছেন তিনি। দু’বার তাকে ঢাকা থেকে আসতে হয়েছিল নড়াইলে।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...