ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাস প্রস্তুতি নিচ্ছে ইতালিয়ান কাপে মাঠে নামার। এরই মাঝে গুঞ্জন চাউর হয়েছে, চলতি মৌসুমের শেষেই জুভেন্তাস ছাড়তে পারেন ক্রিশ্চিয়ানো রোনালদো!
স্থানীয় গণমাধ্যম রেডিও রোসোনেরার দাবি, আগামী মৌসুমেই দল বদলাবেন পর্তুগিজ এই সুপারস্টার। এমন গুঞ্জন অবশ্য মে মাসের মাঝামাঝি সময় থেকেই শুরু হয়েছিলো।
তবে অতি সম্প্রতি পাওলো দিবালার সঙ্গে জুভেন্টাসের চুক্তি নবায়নের আলোচনা আগুনে ঘি ঢেলেছে আরও। গোলডটকম জানাচ্ছে আর্জেন্টাইন ফরোয়ার্ডের সঙ্গে চুক্তি নবায়নের ক্ষেত্রে অনেকটাই এগিয়ে গিয়েছে ইতালিয়ান জায়ান্টরা, যার চুক্তির মেয়াদ আছে ২০২২ সাল পর্যন্ত। শোনা যাচ্ছে নতুন চুক্তিতে বছরে ১২ মিলিয়ন ইউরো উপার্জন করবেন তিনি।
একে রোনালদোর ক্লাব ছাড়ার ইঙ্গিত হিসেবেই দেখছে ইতালিয়ান গণমাধ্যম। ২০১৮ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে তুরিনে পাড়ি জমানোর পর ৭৫ ম্যাচে ৫৩ গোল করেছেন পাঁচবারের ব্যালন ডি অর জয়ী। দলকে জিতিয়েছেন সিরিআ শিরোপা।