হাঁটুর চোটে মৌসুম শেষ ফেদেরারের

তিনি বলেন, ‘২০২১ সালে নতুন টেনিস মৌসুম যখন শুরু হবে তখন সবাইকে আবারও দেখার জন্যে মুখিয়ে আছি আমি।’

করোনার কারণে টেনিস মৌসুম আপাতত স্থগিত আছে। তবে অচিরে যদি টেনিস মাঠে ফিরেও তবুও কোর্টে সহসাই দেখা মিলবে না রজার ফেদেরারের। ডান হাঁটুতে অস্ত্রোপচারের কারণে ২০২০ মৌসুমটাই যে শেষ হয়ে গেছে তার!

সুইস টেনিস তারকা ফেব্রুয়ারিতেই মূলত হাঁটুর অস্ত্রোপচারটি সেরেছিলেন। কিন্তু সমস্যা বেঁধেছে পুনর্বাসন প্রক্রিয়ায়। তাই আজ বুধবার টুইটারে তিনি জানান, চলতি মৌসুমে আর খেলা হচ্ছে না তার। তিনি বলেন, ‘২০২১ সালে নতুন টেনিস মৌসুম যখন শুরু হবে তখন সবাইকে আবারও দেখার জন্যে মুখিয়ে আছি আমি।’

চলতি মৌসুমের প্রথম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে নোভাক জকোভিচের কাছে হারের পর থেকে আর কোনো টুর্নামেন্টে খেলেননি ফেডেক্স। একই চোটের কারণে ২০১৬ সালের একটা বড় অংশে খেলতে পারেননি তিনি। তবে ফেরাটা রাজসিকই হয়েছিলো তার। ২০১৭ সালের অস্ট্রেলিয়ান ওপেন আর উইম্বলডন জিতেছিলেন তিনি।

ফেদেরার আরও বলেন, ‘কয়েক সপ্তাহ আগে পুনর্বাসনে আমি কিছুটা সমস্যা অনুভব করি যার কারণে আমার ডান পায়ে আরও একটা আর্থোস্কোপিক অস্ত্রোপচারের প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। এখন ২০১৭ মৌসুমের আগে যেমনটা করেছিলাম, সর্বোচ্চ পর্যায়ে খেলতে শতভাগ তৈরি হওয়ার জন্যে পর্যাপ্ত সময় নেয়ার পরিকল্পনা করছি আমি।’

বৈশ্বিক মহামারীর কারণে এটিপি ট্যুর অন্তত জুলাই মাসের শেষ পর্যন্ত বন্ধ আছে। তবে ৩১ আগস্ট ইউএস ওপেন শুরুর হওয়ার ক্ষেত্রে যথেষ্ট আশাবাদী আয়োজকরা। গ্র্যান্ড স্ল্যামটির পর আগামী ২০ সেপ্টেম্বর ফ্রেঞ্চ ওপেন শুরু হওয়ার কথা।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...