রোনালদোকে দলে ভেড়াতে চেয়েছিল টটেনহ্যাম

জুভেন্টাস ছেড়ে ক্যারিয়ারে দ্বিতীয় দফায় ম্যানচেস্টার ইউনাইটেডে নিজের সময়টা সুখকর কাটেনি পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর। মাঠের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তোলার সুযোগ না থাকলেও কোচের সাথে ঝামেলা কিংবা মাঠের বাইরের নানা ঘটনায় জেরবার হয়েছেন ভীষণ। সৌদি ক্লাব আল নাসরে যোগ দিয়েছেন তাই বিশ্বকাপ শেষেই। তবে এবারে আশ্চর্য এক তথ্য জানালেন টটেনহ্যাম সভাপতি ড্যানিয়েল লেভি, ইউনাইটেড ছাড়ার আগে নাকি রোনালদোকে টটেনহ্যামে ভেড়ানোর চেষ্টা করেছিলেন তিনি। 

জুভেন্টাস ছেড়ে ক্যারিয়ারে দ্বিতীয় দফায় ম্যানচেস্টার ইউনাইটেডে নিজের সময়টা সুখকর কাটেনি পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর। মাঠের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তোলার সুযোগ না থাকলেও কোচের সাথে ঝামেলা কিংবা মাঠের বাইরের নানা ঘটনায় জেরবার হয়েছেন ভীষণ। সৌদি ক্লাব আল নাসরে যোগ দিয়েছেন তাই বিশ্বকাপ শেষেই। তবে এবারে আশ্চর্য এক তথ্য জানালেন টটেনহ্যাম সভাপতি ড্যানিয়েল লেভি, ইউনাইটেড ছাড়ার আগে নাকি রোনালদোকে টটেনহ্যামে ভেড়ানোর চেষ্টা করেছিলেন তিনি। 

মাঠের বাইরের ঝামেলা বাদ দিলে দ্বিতীয় দফাতেও ওল্ড ট্র্যাফোর্ডে স্ব-মহিমায় উজ্জ্বল ছিলেন এই তারকা। ২০২১-২২ মৌসুমে সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে ৩৯ ম্যাচে ২৪ গোল করে দলকে টেনেছেন একা হাতে। কিন্তু গত মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেড চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করতে ব্যর্থ হলে দল ছাড়তে চান রোনালদো। 

কিন্তু, সে সময়ে চেলসি এবং বায়ার্ন মিউনিখের মতো ক্লাবগুলো তাঁকে দলে ভেড়াতে আগ্রহী ছিল। কিন্তু ইউনাইটেড তখন ছাড়তে চায়নি তাঁর ঘরের ছেলেকে। কিন্তু পরের কয়েক মাসে বদলে যায় দৃশ্যপট, নতুন কোচ এরিক টেন হাগের সাথে ঝামেলায় জড়িয়ে পড়েন এই তারকা।

বিশ্বকাপ চলাকালীন সময়েই বোঝা গিয়েছিল রোনালদোর ক্লাব ছাড়া সময়ের অপেক্ষা মাত্র। মৌসুমের শেষ পর্যন্ত চুক্তি থাকলেও দুই পক্ষের সমঝোতায় ক্লাব ছাড়েন এই তারকা। মূলত বিশ্বকাপ শুরুর আগে এক সাক্ষাৎকারে এরিক টেন হাগ, রালফ রাগনিক এবং ম্যানচেস্টার ইউনাইটেডের কর্মকর্তাদের সমালোচনা করেন রোনালদো।

ইউরোপের বিভিন্ন ক্লাবে যোগ দেবার গুঞ্জন থাকলেও রোনালদো শেষ পর্যন্ত বেছে নিয়েছিলেন পেট্রো ডলারসমৃদ্ধ সৌদি লিগের দল আল নাসরকেই।  এবারে জানা গেল সেই সময়ে রোনালদোকে দলে ভেড়ানোর দৌড়ে ছিল প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহ্যামও। 

স্পার্স সভাপতি ড্যানিয়েল লেভি এবং তৎকালীন কোচ আন্তোনিও কন্তে নাকি প্রাথমিক আলাপও সেরে ফেলেছিলেন রোনালদোকে দলে ভেড়ানোর বিষয়ে। ইংলিশ সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, হোয়াটসঅ্যাপে নাকি বেশ কয়েকবার কন্তের সাথে রোনালদোকে দলে ভেড়ানোর ব্যাপারে আলাপ করেছেন লেভি। কিন্তু শেষ পর্যন্ত কন্তে রাজি না হওয়ায় তাঁদের এই আলোচনা ফলপ্রসূ হয়নি। 

তবে মৌসুমের মাঝপথেই ক্লাব ছেড়ে গেছেন কন্তে। দুই পক্ষের সমঝোতায় এই ইতালিয়ান স্পার্স ছাড়ার পর প্রধান কোচের দায়িত্ব এসে বর্তেছে ক্রিশ্চিয়ান স্টেলিনি এবং রায়ান ম্যাসনের উপর। এই মৌসুমের শেষ পর্যন্ত কোচের দায়িত্বটা পালন করবেন তাঁরাই এবং দলকে চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করানোই এই জুটির মূল লক্ষ্য। 

স্টেলিনি বলেন, ‘আমি সবাইকে জানাতে চাই ক্লাবের ভবিষ্যতের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। আন্তোনিও দুর্দান্ত একজন কোচ ছিলেন। তাঁর সাথে আমার সম্পর্ক আগের মতোই আছে, কিছুই পরিবর্তন হয়নি। তাঁর অধীনে আমি অনেক কিছু শিখেছি। আমি সেজন্য তাঁকে ধন্যবাদ জানাতে চাই।’

কোচ হিসেবে তাঁর লক্ষ্যের কথা জানতে চাইলে তিনি বলেন, ‘পরবর্তী দশ ম্যাচেই জিততে চাই। আমার মনোভাবে কোনো পরিবর্তন আসেনি। আমি এখানে অলস বসে থাকতে নয়, বরং ক্লাবকে সাহায্য করতে এসেছি।’

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...