শচীনের উচ্চতা ছোঁয়া বিরাটের অধরা স্বপ্ন

ক্রিকেট বিশ্বে ব্যাট হাতে সর্বকালের সেরাদের মধ্যে শচীন টেন্ডুলকার থাকবেন ওপরের দিকেই। তবে আধুনিক ক্রিকেটে সেরা কে? উত্তরটা হয়তো চোখবন্ধ করেই বিরাট কোহলি। এই দুই মহারথীর মধ্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলা প্রথম ৭৮ ম্যাচের পরিসংখ্যানে কে এগিয়ে, চলুন দেখে নেওয়া যাক।

ক্রিকেট বিশ্বে ব্যাট হাতে সর্বকালের সেরাদের মধ্যে শচীন টেন্ডুলকার থাকবেন ওপরের দিকেই। তবে আধুনিক ক্রিকেটে সেরা কে? উত্তরটা হয়তো চোখবন্ধ করেই বিরাট কোহলি। এই দুই মহারথীর মধ্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলা প্রথম ৭৮ ম্যাচের পরিসংখ্যানে কে এগিয়ে, চলুন দেখে নেওয়া যাক।

বিরাট কোহলি আইপিএলে তার প্রথম ৭৮ ম্যাচে ব্যাট করার সুযোগ পান ৭০ টি ইংনিসে। যেখানে তিনি রান করেছেন ১৬৬৩ এবং অর্ধশতকের দেখা পেয়েছিলেন মাত্র ৮ বার, ছিলো নাহ কোনো শতক।

অন্যদিকে শচীন তার ৭৮ ইংনিসে ব্যাট হাতে রান করেছিলেন ২৩৩৪, সাথে ছিলো ১৩ টি অর্ধশতক ও ১ টি শতক। তাই তো রান কিংবা শতক সবদিকেই এগিয়ে টেন্ডুলকার।

শুধু রানের হিসেবেই নয়, ৭৮ ম্যাচ পরে গড় ও স্ট্রাইকরেটেেও এগিয়ে শচীন। ৩৪.৮৩ এভারেজে ‘লিটল মাস্টার’ রান করেছেন ১১৯.৭৮ স্ট্রাইক রেটে। কাকতালীয় ভাবে স্ট্রাইক রেট সমান হলেও বিরাটের এভারেজ মাত্র ২৮.১৮।

তবে আইপিএলের প্লে-অফ এবং ফাইনালের পরিসংখ্যান ঘাটলে দেখা যায় ব্যাতিক্রমী চিত্র, সেখানে অবশ্য এগিয়ে বিরাট। ৬ ম্যাচে ৩৮.২৫ এভারেজে রান করেছেন ১২৭.২৫ স্ট্রাইক রেটে অপর প্রান্তে শচীন ৫ ম্যাচে ২৮.৮০ এভারেজে রান করেছেন, স্ট্রাইক রেটেও কোহলির থেকে পিছিয়ে।

ক্রিকেট বিশ্বটা দুইজনেই শাসন করেছেন ব্যাট হাতে। জাদুকরী ব্যাটিং দক্ষতা সেই সাথে ধারাবাহিকতা তাদের করছে অনন্য। তবে সেরার মানদণ্ডে শচীন টেন্ডুলকারের যোগ্য উত্তরসূরী বিরাট কোহলি! একজন ক্রিকেট আকাশের উজ্জ্বল তারা আর অন্যজন সময়ের সেরা,পার্থক্যটা শুধু এখানেই।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link