ঝুঁকি পরীক্ষার প্রথম ধাপে পাশ করলেন সাইফ

টানা দুই ছক্কা। বল গ্যালারিতে, সাইফ হাসান সিলস ইট ফর বাংলাদেশ। দারুণ বোলিংয়ের পর ম্যাচ ফিনিশিংয়ের কাজটাও করে দিলেন সাইফ। কে বলবে, দুই বছর বাদে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিরে এসেছেন তিনি।

টানা দুই ছক্কা। বল গ্যালারিতে, সাইফ হাসান সিলস ইট ফর বাংলাদেশ। দারুণ বোলিংয়ের পর ম্যাচ ফিনিশিংয়ের কাজটাও করে দিলেন সাইফ। কে বলবে, দুই বছর বাদে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিরে এসেছেন তিনি।

প্রথমে বল হাতে উজ্জ্বল ছিলেন। পরে ব্যাটিংয়েও মেটালেন দলীয় প্রত্যাশা। নেদারল্যান্ডসের বিপক্ষে প্রত্যাশিত এক জয় নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ দল। দুই ওভার বোলিং করেন, তাতে ১৮ রান দিয়ে নেন ‍দুই উইকেট। একই ওভারে তিনি সাজঘরে ফেরান নেদারল্যান্ডসের দুই সেট ব্যাটারকে।

তেজা নিদামানুরু ও স্কট এডওয়ার্ডস মিলে প্রতিরোধ গড়তে চেয়েছিলেন। ঠিক তখনই সাইফ হাসানের এক ওভার—দুই উইকেটে কাঁপিয়ে দেয় নেদারল্যান্ডসকে। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা।

১৩৬ রানে নেদারল্যান্ডস বোর্ডে জমা করার পর বাংলাদেশের সামনে তেমন কোনো চ্যালেঞ্জ ছিল না। সেই যাত্রায় শেষটা টেনে দেন সাইফ হাসান। ১৯ বলের ছোট্ট একটা ইনিংস, স্ট্রাইক রেট প্রায় ১৯০। অপরাজিত ছিলেন ৩৮ রানে। শুরুটা ধীরগতির হলেও আস্তে আস্তে পাওয়ার হিটিংয়ের ধার বাড়ান। ফলাফল, মাত্র ১৩ ওভার তিন বলের মধ্যেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

টানা দুই ছক্কা। বল গ্যালারিতে, সাইফ হাসান সিলস ইট ফর বাংলাদেশ। দারুণ বোলিংয়ের পর ম্যাচ ফিনিশিংয়ের কাজটাও করে দিলেন সাইফ। কে বলবে, দুই বছর বাদে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিরে এসেছেন তিনি।

Share via
Copy link