লঙ্কা টি-টেন লিগে লঙ্কা কাণ্ড বাঁধিয়ে বসেছেন সাকিব আল হাসান; মোসাদ্দেক হোসেনের এক ওভারেই হাঁকিয়েছেন দুইটা ছক্কা এবং এক চার। সাম্প্রতিক সময়ে যে ঝড় সাকিবের উপর দিয়ে যাচ্ছে সেটার খানিকটা আঁচ টের পেলেন মোসাদ্দেক।
হাম্বানটোটা বাংলা টাইগার্সের হয়ে এদিন প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন এই ডান-হাতি; ক্রিজে দুই বাঁ-হাতি ব্যাটার থাকায় সপ্তম ওভারের সময় তাঁকে আক্রমণে আনেন অধিনায়ক দাসুন শানাকা। সেটাই কাল হয় তাঁর জন্য, প্রথম দুই বল যথাক্রমে ডিপ এক্সট্রা কভার এবং লং অফ দিয়ে উড়িয়ে বাউন্ডারির বাইরে মারেন নাম্বার ওয়ান অলরাউন্ডার। দুই বল পর ফাইন লেগ দিয়ে আরো একটা চার মারেন তিনি।
এই সুবাদে মোমেন্টাম পেয়ে যান টাইগার পোস্টার বয়, রিচার্ড গ্লেসনের এক ওভারে জোড়া চার ও একটি ছক্কা আদায় করে নেন। সবমিলিয়ে স্রেফ ১৯ বল খেলে ৪৩ রান করেছেন তিনি – স্ট্রাইক রেট ২২৬.৩২! ব্যাট হাতে বহুদিন পর তাঁর এমন রুদ্রমূর্তি দেখা গেল।
মোসাদ্দেক সৈকতের জন্য দিনটা খারাপ গিয়েছে এমন কিছু ভাবার কারণ নেই; তিনি নিজেও ঘুরে দাঁড়ানোর কাব্য লিখতে পেরেছেন। বল হাতে সুবিধা করতে পারেননি তো কি হয়েছে, ব্যাট হাতে ঠিকই জয়ের কারণ হয়েছেন।
সাত নম্বর ব্যাটার হিসেবে এদিন উইকেটে আসেন সৈকত, তখনও জয়ের জন্য তিন ওভারে প্রয়োজন ছিল পঁচিশ রানের। লুক উডকে একটা বাউন্ডারি হাঁকানোর পর বিনুরা ফার্নান্দোকে একটা করে চার ও ছয় মারেন তিনি। তাতেই দলের জয় নিশ্চিত হয়, তিনি অপরাজিত থাকেন ১৩ বলে ২০ রান করে। যা কিনা আবার দলের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।
সব মিলিয়ে লঙ্কা টি-টেন লিগে ম্যাচটা ছিল বাংলাদেশের। প্রথম ইনিংসে সাকিব একা হাতে লড়াই করেছেন, দলের মোট রানের অর্ধেকের বেশি এসেছে তাঁর ব্যাট থেকে। অন্যদিকে, দ্বিতীয় ইনিংসে ফিনিশিংয়ের পরীক্ষায় লেটার মার্কসসহ পাশ করেছেন মোসাদ্দেক।