বাংলাদেশ কি তাহলে ভিনদেশিদের মোহ কাটিয়ে অবশেষে দেশি কোচের হাতেই দলের লাগাম তুলে দিচ্ছে? হলে সেটা কে? যত দূর বোঝা যাচ্ছে, আপাতত দলের দায়িত্ব নিতে চলেছেন মোহাম্মদ সালাহউদ্দিন। ক্যারিবিয়ান কোচ ফিল সিমন্সকে বিদায় বলে দিতে চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাঁর স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন মোহাম্মদ সালাহউদ্দিন।
দীর্ঘদিন ধরে বিদেশিদের হাতে থাকা এই গুরুত্বপূর্ণ দায়িত্ব সালাহউদ্দিন কতটা পালন করতে পারবেন? – এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে দেশের ক্রিকেট মহলে। অবশ্য ঘরোয়া ক্রিকেটে বেশ সফল কোচ সালাহউদ্দিন। বেশ কয়েকবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শিরোপা জিতেছেন। সাফল্য আছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগেও। কিন্তু, আন্তর্জাতিক ময়দান তো ভিন্ন। সালাহউদ্দিন কি পারবেন চাপটা সামলে নিতে?
ফিল সিমন্সের সঙ্গে বিসিবির চুক্তি চলমান চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্তই। এক ম্যাচ হাতে রেখেই বিদায় নিশ্চিত হয়েছে বাংলাদেশের, আর তাই সিমন্সের ভবিষ্যৎও অনিশ্চিত হয়ে পড়েছে। শেষ ম্যাচ মাঠেই গড়ায়নি। কোনো ম্যাচ না জিতেই বাংলাদেশকে ফিরতে হবে দেশে। কি হবে ফিল সিমন্সের ভবিষ্যৎ? – বিসিবির তরফ থেকে এখনো কিছু জানানো হয়নি, সিমন্সও এ নিয়ে মুখ খুলতে চাননি। তবে পরিস্থিতি বলে দিচ্ছে, নতুন প্রধান কোচ খোঁজায় ব্যস্ত বোর্ড।

সেই খোঁজে এবার দেশি নামই সামনে আসছে বেশি। সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে মোহাম্মদ সালাহউদ্দিনের নামই। সিনিয়র সহকারী কোচ করার পর থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল, ভবিষ্যতে তাকে প্রধান কোচ করা হতে পারে। সেভাবেই তাঁকে তৈরি করা হচ্ছে। কিন্তু, মাত্র দুই সিরিজেই কি তিনি তৈরি হয়ে গেলেন?
বিসিবির নীতিগত অবস্থানও যেন সে দিকেই যাচ্ছে। বোর্ড সভাপতি ফারুক আহমেদ বরাবরই দেশি কোচদের প্রতি আগ্রহী, নারীদের দলেও আনলেন সারোয়ার ইমরানকে। বিদেশি কোচরা এসে কতটা উন্নতি করেছেন, সেই প্রশ্ন তো উঠছেই। বিশ্বমঞ্চে বাংলাদেশ বারবার ব্যর্থ হচ্ছে, উন্নতির বদলে যেন আরও পিছিয়ে পড়ছে দল।
এখন যদি দেশি কোচ দায়িত্ব নেন, সেটাই বা খারাপ কী? অন্তত, এখন যতটা খারাপ অবস্থানে আছে বাংলাদেশ দল, তাঁর চেয়ে খারাপ তো আর হতে পারে না। আর সালাহউদ্দিন ট্যাকটিক্যাল কোচ। তরুণ একটা দল গড়ে তাঁর হাতে দিয়ে স্বাধীন ভাবে কাজ করার সুযোগ দিয়ে দেখা যেতে পারে।

বোর্ডের সিদ্ধান্ত কী হবে, সেটি এখনো অনিশ্চিত। তবে, বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ পরিকল্পনায় বড় পরিবর্তন আসতে পারে—এমন ইঙ্গিত মিলছে চারপাশ থেকে। নাজমুল হোসেন শান্তদের নতুন প্রধান কোচ কি তাহলে সালাহউদ্দিনই হবেন? সময়ই দেবে সেই উত্তর!










