ভারতীয় কোচদের আয়ের খতিয়ান

বর্তমান ক্রিকেটের অন্যতম পরাশক্তি ভারত। দেশে কিংবা দেশের বাইরে বর্তমানে সবচেয়ে সফল দলও বটে। আর এই দলের এমন পারফরম্যান্সে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন কোচরা। হেড কোচ রবি শাস্ত্রী, ব্যাটিং কোচ বিক্রম রাঠোর, বোলিং কোচ ভরত অরুন ও ফিল্ডিং কোচ রামাকৃষ্ণান শ্রীধরদের অধীনে বর্তমানে ভারত বেশ শক্ত অবস্থানেই আছে।

পরিশ্রম অনুযায়ী পারিশ্রমিকটাও অন্যান্য দলের চেয়ে বেশিই পান ভারতের কোচেরা। অবশ্য বর্তমানে ক্রিকেটের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড ও বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। তাই, পারিশ্রমিকের ক্ষেত্রে কোনো কার্পণ্য করে না সংস্থাটি। আজকের আয়োজন ভারতীয় এই কোচদের বাৎষরিক আয় নিয়ে।

  • রবি শাস্ত্রী

বর্তমানে ভারতের হেড কোচের দায়িত্ব পালন করছেন সাবেক ভারতীয় ক্রিকেটার ও ধারাভাষ্যকার রবি শাস্ত্রী। এর আগে ২০০৭ এবং ২০১৪-১৬ এই দুবছরের জন্য দলের ডিরেক্টর হিসেবেও কাজ করেছেন তিনি। ২০১৭ সালে তিনি হেড কোচের দায়িত্ব পান। ২০১৭-১৯ পর্যন্ত প্রথম চুক্তিতে তিনি বছর প্রতি ৮ কোটি রূপি পেতেন। এরপর ২০১৯ সালে চুক্তি নবায়ন হওয়ার সময় আরো ২৫ শতাংশ বেতন বাড়ে তাঁর। এখন বছর প্রতি ১০ কোটি রূপি পান নেন শাস্ত্রী।

তবে, শাস্ত্রী জানিয়ে দিয়েছেন, আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আর কোচ হিসেবে নিজের মেয়াদ বাড়াতে আগ্রহী নন তিনি। ফলে, নতুন করে কোচ খোঁজার মিশনে নামতে হবে বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়াকে (বিসিসিআই)। আর নতুন কোচ হিসেবে কয়েকটা নাম এরই মধ্যে শোনা গেছে।

  • ভরত অরুন

সাবেক ভারতীয় ক্রিকেটার ভরত অরুন বর্তমানে জাতীয় দলের বোলিং কোচ হিসেবে কাজ করছেন। লোয়ার অর্ডারে আক্রমণাত্মক ব্যাটিং করার সক্ষমতা ছাড়াও অরুন ছিলেন একজন মিডিয়াম পেসার। ১৯৯৩ এর নভেম্বরে তিনি প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় জানান। প্রতি বছর ৩.৫ কোটি রূপি বেতন দেওয়া হয় ভরত অরুনকে।

  • রামাকৃষ্ণান শ্রীধর

ভারতের প্রথম শ্রেণির ক্রিকেটে খেলা সাবেক ক্রিকেটার রামাকৃষ্ণান শ্রীধর বর্তমানে ভারতের ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। ১৯৮৯ থেকে ২০০০ পর্যন্ত রঞ্জির দল হায়দ্রাবাদের হয়ে খেলেছেন তিনি। ২০০১ সালে কোচিং ক্যারিয়ার শুরু হয় শ্রীধরের।

প্রথমে অনূর্ধ্ব ১৯ দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৪ সালের আগস্টে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ভারতের ফিল্ডিং কোচ হিসেবে নিযুক্ত হন শ্রীধর। ২০১৪ থেকে এখন পর্যন্ত তিনি ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন সফল ভাবে। প্রতি বছর ৩.৫ কোটি ভারতীয় রূপি আয় করেন শ্রীধর।

  • বিক্রম রাঠোর 

ভারতের হয়ে ৬ টেস্ট এবং সাত ওয়ানডে খেলা বিক্রম রাথোড় বর্তমানে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে প্রায় ৫১ গড়ে ১১ হাজারেরও বেশি রান করেছেন তিনি। লিস্ট ‘এ’ তেও তিন হাজারের বেশি রান করেছেন তিনি।

বছরে আনুমানিক প্রায় ২.৫ থেকে ৩ কোটি রূপি বেতন তিনি পেয়ে থাকেন। শাস্ত্রী চলে যাওয়ার পর পাঁকাপাকি ভাবে এই বিক্রম রাঠোরকেই জাতীয় দলের মূল কোচের দায়িত্ব দেওয়া হবে – এমন গুঞ্জনও শোনা গেছে সম্প্রতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link