দয়া করে সাঞ্জুকে সুপারম্যান হতে দিন!

সাঞ্জু জানিয়ে গেলেন, একটা জায়গা ‘ফিক্স’ করে রেখো সুপারম্যানের নামে। সাঞ্জুর ব্যাটিং এমনই যে প্রতিদ্বন্দীরাও খুব বেশি আপত্তি তুলবেন না এই স্টেটমেন্টে - ‘যাব বাল্লা চাল রাহা হে, চালনে দো, সাঞ্জু কো সুপারম্যান হোনে দো!’

কেশব মহারাজের স্ট্যাম্পের ভিতরে লেন্থ বল, লং অফে ড্রাইভ করে দুলকি চালে নন স্ট্রাইকারের প্রান্তে ছুটলেন সাঞ্জু স্যামসন। অপরপ্রান্তে পৌছে হেলমেট খুলে, ব্যাট উঁচিয়ে ড্রেসিং রুমের দিকে জানান দিলেন, একটা মাইলফলকে পৌছেছেন তিনি। যেন তেন মাইলফলক নয়, টি-টোয়েন্টি আন্তর্জাতিক সেঞ্চুরি।

অথচ কি শান্ত, সৌম্য উদযাপন! মুখে স্মিত হাসি, যেন সেঞ্চুরি বেশ স্বাভাবিক ঘটনা। অতটুকু সময়েই যেন রেহাই পেয়েছিলেন দক্ষিন আফ্রিকার বোলাররা। মাঠের খেলায় মোটেই সৌম্য, শান্ত ছিলেন না এই ব্যাটিং দানব।

সবশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচেই সেঞ্চুরি করেছিলেন সাঞ্জু। ঘরের মাঠে রিশাদের এক ওভারেই হাকিয়েছিলেন ৫ খানা ছক্কা। সেই ফর্মই টেনে নিয়ে গেলেন দক্ষিন আফ্রিকার মাটিতে।

৫০ বলে ১০৭ রান! বল মাটিতে গড়ানোর বদলে বাতাসেই উড়লো বেশি, ৭ টি চারের বিপরীতে ১০ টি ছক্কা। কোন বোলারের আলাদা মন খারাপের সুযোগ নেই। সবাইকেই সমানে, বেধরক পিটিয়েছেন। সবাই উপভোগ করেছেন সাঞ্জু ‘সুপারম্যান’ শো।

আন্তর্জাতিক টি-টি-টোয়েন্টি থেকে রোহিত শর্মা অবসর নিয়েছেন বিশ্বকাপ জিতেই। ওপেনিং পজিশনে জায়গা ফাকা কিন্তু প্রতিদ্বন্দ্বিতা অনেক। সাঞ্জু, অভিষেক, গিল, জয়সওয়াল হয়ে লড়াইয়ে আছে লোকেশ রাহুল কিংবা প্রভসিমরান সিং-রা ও।

সাঞ্জু জানিয়ে গেলেন, একটা জায়গা ‘ফিক্স’ করে রেখো সুপারম্যানের নামে। সাঞ্জুর ব্যাটিং এমনই যে প্রতিদ্বন্দীরাও খুব বেশি আপত্তি তুলবেন না এই স্টেটমেন্টে – যাব বাল্লা চাল রাহা হে, চালনে দো, সাঞ্জু কো সুপারম্যান হোনে দো।!

Share via
Copy link