করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ ইতোমধ্যে আঘাত হেনেছে দক্ষিণ-পূর্ব এশিয়ায়। বাদ নেই বাংলাদেশও। কিছুদিন আগেও দিনে ১০০ জন রোগী মারা গিয়েছে করোনা ভাইরাসের আক্রমণে। পার্শ্ববর্তী দেশ ভারতের অবস্থা আরো শোচনীয়। ভারতে দৈনিক সংক্রমণ ৪ লক্ষ ছুঁই-ছুঁই।
আরো পড়ুন:
আক্রান্ত হয়ে ইতোমধ্যে ওপারে পাড়ি জমিয়েছেন ২ লক্ষের বেশি মানুষ। দেশজুড়ে অক্সিজেনের হাহাকার, হাসপাতালেও জায়গা হচ্ছে না রোগীদের। মৃতদেহ দাহ করার জন্য পার্ক বরাদ্দ দিতে হয়েছে, এমন ঘটনাও আছে। বিশ্বজুড়ে ভারতকে নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে। এই দৃশ্য চোখ এড়ায়নি দেশ-বিদেশের বিভিন্ন অ্যাথলেটদের। ভারতের জন্য তাই উদ্বেগ প্রকাশ করেছেন তারাও। এর মধ্যে আছেন রিয়াল মাদ্রিদ অধিনায়ক সার্জিও রামোসও।
দিন কয়েক আগে অলিম্পিক স্বর্ণজয়ী জামাইকান স্প্রিন্টার ইয়োহান ব্লেক খোলা চিঠি লিখেছিলেন ভারতবাসীর জন্য । চলতে থাকা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) তারকারাও যথাসম্ভব সাহায্য করছেন লোকজনদের। তবে এবার সাহায্যের হাত বাড়িয়েছেন স্পেন থেকে রিয়াল মাদ্রিদ অধিনায়ক সার্জিও রামোস। ভারতের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই দুর্যোগ পরিস্থিতি মোকাবিলার জন্য সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি।
গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউনিসেফের সাথে যুক্ত হয়ে ভারতের জন্য সাহায্য আবেদন করেন স্প্যানিশ সার্জিও রামোস। ফেইসবুক, টুইটার, ইন্সটাগ্রামে সেই লিঙ্ক শেয়ার করে রামোস লিখেছেন –
‘ভারতে কোভিডে ১৯-এ মৃত্যু এবং সংক্রমণ ক্রমেই বেড়ে চলেছে। ইউনিসেফের আশঙ্কা এই ভাইরাসের কারণে ৫ বছরের কম শিশু মৃত্যুর হারে ভারত সকল দেশকে টপকে যাবে। তাদের আমাদের সাহায্যের প্রয়োজন।’
রামোসের স্ট্যাটাসের সাথে শেয়ার করা ইউনিসেফের লিঙ্ক থেকে তাঁদের ওয়েবসাইট গিয়ে অর্থসাহায্য করতে পারবেন যে কেউ।
ভারতের বাজে অবস্থাটা রামোস নিজেও উপলন্ধি করতে পারছেন। কিছুদিন আগেই কোভিড থেকে সেরে উঠেছেন রামোস। চোটে পরে ঘরেই সময় কাটাচ্ছিলেন তিনি, এর মধ্যেই রিয়াল মাদ্রিদের খেলা দেখতে এসে কোভিড আক্রান্ত হয়ে পরেন তিনি। যদিও কয়েকদিনের মধ্যেই সেরে উঠেছেন, তবুও মানুষের যন্ত্রণা কিছুটা হলেও আঁচ করতে পারছেন তিনি।
যদিও এখনও পুরোপুরি সুস্থ হননি তিনি। কাফ মাসলের চোটে এখনও মাঠের বাইরে তিনি। আজ ট্রেনিংতে ফিরবেন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহে চেলসির বিপক্ষে চ্যাম্পিয়নে লিগ সেমিফাইনালের ফিরতি লেগে মাঠে দেখা যেতে পারে তাঁকে।