অশ্বিনদের বিভিষিকাময় একটি সপ্তাহ

এই কঠিন সময়ে পরিবারের পাশে থাকতে তাই অশ্বিনকে এমন সিদ্বান্ত বাধ্য হয়ে নিতে হয়েছে। পরিবারের ছয় জন প্রাপ্ত বয়স্কের সাথে করোনায় আক্রান্ত হয়েছিলেন চার জন শিশু। অশ্বিনের স্ত্রী জানিয়েছেন কোনো আত্মীয়ের বাসায় অথবা হাসপাতালে ছিলেন তাঁরা। এখনো বাসায় ফেরেননি তাঁদের পরিবারের তিন জন অভিভাবকের দুই জনই।

ভারতে প্রতিদিনই করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে প্রায় তিন লাখেরও বেশি মানুষ। আর এমন কঠিন সময়ে পরিবারের পাশে থাকতে গত ২৬ এপ্রিল ইন্ডিয়ান প্রিমিয়াম লিগের (আইপিএল) চলমান আসরের বাকি অংশ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। কিন্তু তখনও বোঝা যায়নি অশ্বিনের পরিবারে করোনার আঘাতের ভয়াবহতা কতটা গভীর।

তবে এই স্পিনার টুর্নামেন্ট থেকে নাম প্রত্যহার করে নেওয়ার দিন পাঁচেক পর অশ্বিনের স্ত্রী প্রীতি নারায়ন টুইট করে জানিয়েছেন তাঁদের পরিবারের দশ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছিলেন। সব সদস্য এখনো সুস্থ হয়ে বাসায় ফেরেননি।

আরো পড়ুন

এই কঠিন সময়ে পরিবারের পাশে থাকতে তাই অশ্বিনকে এমন সিদ্বান্ত বাধ্য হয়ে নিতে হয়েছে। পরিবারের ছয় জন প্রাপ্ত বয়স্কের সাথে করোনায় আক্রান্ত হয়েছিলেন চার জন শিশু। অশ্বিনের স্ত্রী জানিয়েছেন কোনো আত্মীয়ের বাসায় অথবা হাসপাতালে ছিলেন তাঁরা। এখনো বাসায় ফেরেননি তাঁদের পরিবারের তিন জন অভিভাবকের দুই জনই।

তিনি বলেন, ‘এখন কিছুটা ভালো আছি তাই ছোট্ট করে আপনাদের হাই জানাচ্ছি। একই সপ্তাহে আমাদের পরিবারের ছয় জন প্রাপ্ত বয়স্ক এবং চার জন শিশু করোনায় আক্রান্ত হয়েছিল। শিশুরা এই ভাইরাস বহন করেছে। পরিবারের প্রায় সব সদস্যই আক্রান্ত হয়ে বিভিন্ন বাড়িতে বা হাসপাতালে ছিল। দু:স্বপ্নের একটি সপ্তাহ ছিল। আমার তিন জন বাবা মার একজন বাড়ি ফিরেছে।’

অশ্বিনের স্ত্রী মনে করেন পরিবারের সদস্যদের করোনার সঙ্গে লড়াইয়ের জন্য প্রস্তুত রাখতে অবশ্যই ভ্যাক্সিন নিতে হবে। প্রীতি নারায়ন নিজের অভিজ্ঞতা থেকে জানিয়েছেন মানসিক ভাবে পুরোপুরি স্বাভাবিক হওয়ার আগেই তারা শারীরিক ভাবে সুস্থ হয়ে যাচ্ছেন। তার কাছে পঞ্চম দিন থেকে অষ্টম দিনটি সবচেয়ে কঠিন মনে হয়েছে।

অশ্বিনের স্ত্রী বলেন, ‘আমি মনে করি শারীরিক সুস্থতা হয়তো মানসিক সুস্থতার চেয়েও দ্রুত আসবে। পঞ্চম দিন থেকে অষ্টম দিন আমাদের জন্য সবচেয়ে কঠিন ছিল। সাহায্য করার জন্য সকলে পাশে দাঁড়িয়েছিল। তবুও একা। সবার থেকে আলাদা করে দিতে এরকম রোগ আর হয় না।’

এবারের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন রবিচন্দ্রন অশ্বিন। গত ২৬ এপ্রিল সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ম্যাচ শেষে আইপিএল থেকে সরে যাওয়ার ঘোষণা দেন তিনি। নিজের টুইটার অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে আর আইপিএল না খেলার বিষয়টি নিশ্চিত করেন অশ্বিন।

তবে তখন এই ডানহাতি স্পিনার আরেক টুইটে জানিয়েছিলেন পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলে আবার আইপিএলে ফিরতে পারেন তিনি। রবিচন্দ্রন অশ্বিনের এমন সিদ্বান্তকে সাধুবাদ জানিয়েছিল তাঁর দল দিল্লী ক্যাপিটালসও।

আইপিল থামিয়ে দেওয়ার আলোচনায় চলছে। যদিও, বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) আইপিএল থামাতে রজি নয়। টি-টোয়েন্টি বিশ্বকাপ চলতি বছরের শেষে হওয়ার কথা এই ভারতেই। তবে, পরিস্থিতি বিবেচনা করে সংযুক্ত আরব আমিরাতকে বিকল্প ভেন্যু হিসেবে ভেবে রেখেছে আইসিসি।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...