দলীয় চাহিদা মিটিয়েছেন সাদমান

টেস্টে বাংলাদেশের ওপেনিংয়ের সংকট বহুদিনের। সেখানে একটা প্রান্তে সমাধান আসছে না বহুদিন। মাহমুদুল হাসান জয়, জাকির হাসান কিংবা এনামুল হক বিজয়রা টানা ব্যর্থ হচ্ছেন। সেখানে সাদমানের এই ফর্ম দু:স্বপ্নের মাঝে দাঁড়িয়ে নতুন দিনের বার্তা দেয়।

টেস্টে সাদমান ইসলামের স্ট্রাইক রেট ৪৬ কি ৪৭। গলের দ্বিতীয় ইনিংসে তিনি রান তুলেছেন ৬০-এর ওপর স্ট্রাইক রেট নিয়ে। আসলে স্ট্রাইক রেটটা ছিল প্রায় ৭০ ছুঁইছুঁই।

যখন রান তুলতে একটু হিমশিম খাচ্ছিলেন – তখনই বুঝে যান বিদায়ের সময় হয়ে গেছে। সেঞ্চুরি থেকে ২৪ রান দূরে থাকতে মিলান রত্নায়েকের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন। ফেরার আগে দলের চাহিদা মিটিয়ে গেছেন।

ইনিংস জুড়েই রান করার ইনটেন্ট দেখিয়ে গিয়েছেন সাদমান। স্ট্রাইক রেট সেই কথাই বলে। গল টেস্টের পঞ্চম দিনে শ্রীলঙ্কাকে কিছুটা হলেও যদি ঝুঁকিতে ফেলা যায়, তাহলে তাতে বড় অবদান থাকবে সাদমানের এই ইনিংসের।

সাতটি চারের সৌজন্যে ৭৬ রানের ইনিংসটা নিয়ে সাদমান আক্ষেপ করতে পারেন। তবে, বলা উচিৎ, বোলারদের সাফল্যের পর এই ইনিংস দিয়েই বাংলাদেশ দল নিজেদের পায়ের নিচের মাটি ফিরে পেয়েছে।

অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে তৃতীয় উইকেটে ৬৮ রানের জুটি গড়েন সাদমান। ক্যারিয়ারের ষষ্ঠ হাফ সেঞ্চুরি পাওয়ার দিনে গলের উইকেট বা শ্রীলঙ্কার বোলার – কেউ তেমন একটা বাঁধা হয়ে দাঁড়াতে পারেনি সাদমানের সামনে।

টেস্টে বাংলাদেশের ওপেনিংয়ের সংকট বহুদিনের। সেখানে একটা প্রান্তে সমাধান আসছে না বহুদিন। মাহমুদুল হাসান জয়, জাকির হাসান কিংবা এনামুল হক বিজয়রা টানা ব্যর্থ হচ্ছেন। সেখানে সাদমানের এই ফর্ম দু:স্বপ্নের মাঝে দাঁড়িয়ে নতুন দিনের বার্তা দেয়।

Share via
Copy link