রাওয়ালপিন্ডি টেস্টের মাঝ পথেই বাবা হলেন শাহীন

বাঁ-হাতি এই পেসার রাওয়ালপিন্ডির টেস্ট শেষ করে রোববার রাতেই করাচিতে চলে যাবেন নিজের পরিবারের কাছে। দ্বিতীয় টেস্ট শুরু হবে ৩০ আগস্ট। খেলা হবে এই রাওয়ালপিন্ডিতে। সেই টেস্ট শুরুর আগেই আবারও দলের সাথে যোগ দেবেন শাহীন।

রাওয়ালপিন্ডি টেস্ট বোলারদের দেয়নি কিছুই। তবে, এই রাওয়ালপিন্ডি টেস্ট চলাকালেই জীবনের অন্যতম সেরা সুখবরটা পেলেন শাহীন শাহ আফ্রিদি। বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের মাঝ পথেই বাবা হলেন শাহীন আফ্রিদি।

তাঁর স্ত্রী আনশা আফ্রিদি নিজেদের প্রথম কোল জুড়ে এসেছে এই দম্পতির প্রথম সন্তান। পুত্র সন্তানের নাম রাখা হয়েছে আলি ইয়ার। আফ্রিদি পরিবারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবর নিশ্চিত করা হয়। আর এরই মধ্য দিয়ে প্রথমবারের মত নানা বনে গেলেন শহীদ আফ্রিদি, পাকিস্তানের সাবেক অধিনায়ক।

গেল ২০২১ সালে শহীদ আফ্রিদির বড় মেয়ে আনশার সাথে বাগদান হয় শাহীন শাহ আফ্রিদির। এরপর ২০২৩ সালের তিন ফেব্রুয়ারি তাঁদের বিয়ে হয়ে। এরপর বছর না ঘুরতেই তাঁদের কোল আলো করে আসল প্রথম সন্তান।

গত জুলাই মাসেই জানা গিয়েছিল, শাহীনের স্ত্রী সন্তান সম্ভবা। এই জন্য বাংলাদেশের বিপক্ষে সিরিজে তাঁর খেলার কথাই ছিল না। স্রেফ পেশাদারিত্বের খাতিরে তিনি মাঠে নেমেছিলেন। আর মাঠে খেলতে খেলতেই পেলেন সুখবর।

বাঁ-হাতি এই পেসার রাওয়ালপিন্ডির টেস্ট শেষ করে রোববার রাতেই করাচিতে চলে যাবেন নিজের পরিবারের কাছে। দ্বিতীয় টেস্ট শুরু হবে ৩০ আগস্ট। খেলা হবে এই রাওয়ালপিন্ডিতে। সেই টেস্ট শুরুর আগেই আবারও দলের সাথে যোগ দেবেন শাহীন।

 

Share via
Copy link