শাদাবের ভয়াবহ দু:সময়

হঠাৎই যেন খেই হারালেন পাকিস্তানি অলরাউন্ডার শাদাব খান। ব্যাটে-বলে ঠিকঠাক মেলে ধরতে পারছেন না তিনি। ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ম্যাচে করেন বেশ খরুচে বোলিং। তাঁর এই দু:সময়ে পাশে দাঁড়ালেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি।

ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েটি সিরিজের দ্বিতীয় ম্যাচে ২৩ রানে হারে পাকিস্তান। আর সেই হারের অন্যতম কারণ শাদাব খানের বোলিং। তিনি চার ওভারে বিলিয়ে দেন ৫৫ রান। যা তাঁর টি-টোয়েন্টি ক্যারিয়ারের সবচেয়ে বাজে বোলিং। তবে সেই ম্যাচে পাননি কোনো উইকেটের দেখা। আবার আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচেও ৪ ওভারে খরচ করেন ৫৪ রান। সেই ম্যাচেও পাননি কোনো উইকেটের দেখা। যার ফলে বাদ পড়েন পরবর্তী দুই ম্যাচে।

শাদাবের এই অবস্থার জন্য শহীদ আফ্রিদি বেশ উদ্বিগ্ন। তাইতো কথা বললেন তাঁর সাথে। তিনি বলেন, ‘আমি শাদাবকে বল হাতেই দেখতে চাই। সে যখন বল হাতে পারফর্ম করেছে, তখনই পাকিস্তান জিতেছে। আমি তাঁর আগের সব ম্যাচই দেখেছি। আমি গতকালই তাঁর সাথে কথা বলেছি। জিজ্ঞেস করেছি, কে তোমাকে কোচিং করাচ্ছে? সেখানে কি এমন কেউ নেই, যে তোমার ভুলগুলো ধরিয়ে দিবে?’

তিনি শাদাবের বিষয়ে আরও বলেন, ‘আমি জানি সে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। তাই তাঁর সাথে কথা বলেছি। সে তাঁর সমস্যা নিয়ে কাজ করবে। আর আপনি আগামীতে তাঁর ভালো পারফর্ম্যান্সই দেখতে পাবেন।’

আফ্রিদি পাকিস্তানের লেগ স্পিনার কোচ নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘দলে কি কোনো লেগ স্পিন কোচ আছে? সাইদ আজমল ছিল; তবে তিনি ছিলেন একজন অফ স্পিনার। আজমলকে জিজ্ঞেস করা উচিত, তিনি কি শাদাবকে সব শিখিয়ে দিয়েছেন কি না? আর শিখিয়ে থাকলে শাদাব কেনো সেই অনুযায়ী কাজ করছে না?’

গুরুত্বপূর্ণ ম্যাচে মানসিক চাপ থাকবে; এটাই স্বাভাবিক। শাদাবের উদ্দেশ্য তিনি বলেন, ‘আমি জানি তাঁর উপর প্রচন্ড চাপ আছে। তবে ভালো খেলোয়াড়রা জানেন কিভাবে চাপ সামলে নিতে হয়। আমি তাঁর দুইটি সমস্যা নিয়ে তাঁর সাথে কথা বলেছি; আশা করি সেগুলো নিয়ে শাদাব কাজ করবে।’

আসন্ন বিশ্বকাপের আগে ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তান খেলবে আর মাত্র দুইটি ম্যাচ। আর শাদাব সেই সুযোগেরই সৎ ব্যবহার করে বিশ্বকাপে জ্বলে উঠবেন আপন শক্তিতে, এমনটাই প্রত্যাশা তাঁর কোটি সমর্থকদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link