মিডিয়ার সাথে অনেকটা চোর পুলিশ খেলার পর অবশেষে মিডিয়ার সামনে কথা বললেন ক্যাপ্টেন সাকিব আল হাসান। কথা বলেছেন নিজের এশিয়া কাপ ভাবনা এবং নতুন ব্যাটিং কনসালটেন্ট শ্রীধরন শ্রীরামকে নিয়ে৷ জানিয়েছেন নিজের বিশ্বকাপ মিশন এর আদিঅন্ত!
কদিন আগেই ঘোষনা হয়েছে বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি ক্যাপ্টেন এর নাম। মূলত শুরু হতে যাওয়া এশিয়া কাপ, ট্রাই ন্যাশন সিরিজ এবং আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে একজন যোগ্য অভিজ্ঞ ক্যাপ্টেন এর হাতে দলের দায়িত্ব বুঝে দেয়াই ছিলো বোর্ড কর্তাদের মূল উদ্দেশ্য। সেই উদ্দেশ্য থেকেই কাপ্তানির দায়িত্বটা এসেছে সিনিয়র ক্যাম্পেইনার এবং বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের কাধে।
বড় মঞ্চের বড় তারকা হিসেবেই খ্যাতি সাকিব আল হাসানের। সেটার প্রমান বারেবারই দেশব্যাপী ছাপিয়ে বিশ্বব্যাপি রেখেছেন সাকিব আল হাসান। তাই এবার নতুন দফায় কাপ্তানি পাওয়ার পরেও সাকিবের প্রতি দেশবাসীর প্রত্যাশা বেড়ে গেছে হাজার গুন। এর মূলে আরো একটি গুরুত্বপূর্ণ কারন রয়েছে। এশিয়ার সেরা নির্বাচনের টুর্নামেন্ট এশিয়া কাপে বরাবরই দারুন পারফরম্যান্স করে আসছে বাংলাদেশ।
সর্বশেষ দুই এশিয়া কাপে রানার্স আপ হয়েছে বাংলাদেশের এবং সর্বশেষ চার আসরের তিন আসরেই ফাইনাল খেলেছে বাংলাদেশ। তাই দেশবাসীর চাওয়া অভিজ্ঞ এবং বড় টুর্নামেন্টের বড় তারকা সাকিব আল হাসানের হাত ধরে এবার শিরোপা খরা কাটাবে বাংলাদেশ।
টি-টোয়েন্টি ক্যাপ্টেন ঘোষনার পরে অনেকবারই বিসিবি সংশ্লিষ্ট সবার সাথে মিডিয়ার সাথে কথা হলেও নতুন ক্যাপ্টন কে ধরাছোঁয়ার মাঝে পাচ্ছিলো না কেউ। যুক্তরাষ্ট্র থেকে ফেরার সময় বিমানবন্দরে যেভাবে মিডিয়ার চোখ ফাঁকি দিয়ে চলে গিয়েছিলেন তেমনি দল ঘোষনার দিন বোর্ড প্রেসিডেন্ট এর বাসা থেকে মিডিয়ার মুখোমুখি না হয়েই চলে গিয়েছিলেন তিনি৷ তাই সাকিবের থেকে জানা যাচ্ছিলো তার এশিয়া কাপ মিশন এর পরিকল্পনা।
আজ ডিবিএল সিরামিকস এর শো-রুম উদ্ভোদন করতে গিয়ে অবশেষে নিজের এশিয়া কাপ পরিকল্পনার কথা জানিয়েছেন সাকিব আল হাসান। কথা বলেছেন টি-টোয়েন্টি ফরম্যাটে নতুন কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম কে নিয়েও।
তবে আজ নিজের পরিকল্পনা জানানোর সময় অবশ্যি আকাশচুম্বী এক্সপেক্টেশন রাখা সবাইকে মাটিতে পা রেখে ভাবতে বলেছেন সাকিব আল হাসান। তিনি বলেন “আমার কাছে এশিয়া কাপ নিয়ে আলাদাভাবে কোন প্লান নেই। আমার মূল উদ্দেশ্য বিশ্বকাপে গিয়ে ভালো কিছু করা। এশিয়া কাপ কিংবা ট্রাইন্যাশন সিরিজ সবই বিশ্বকাপের প্রস্তুতি আমার কাছে। কেউ যদি মনে করে আমি একদিন-দুদিন এর মাঝে সবকিছু চেঞ্জ করে দিবো কিংবা অন্যকেউ চেঞ্জ করে দিবে, তবে সে বোকার রাজ্যে বাস করছে। এই এশিয়া কাপে আমরা কতটুকু করতে পারবো তা এই মুহুর্তে বলা ডিফিকাল্ট। এখানে আমাদের সবার রেসপনসেবলিটি আছে। যার যার জায়গা থেকে, কোচিং স্টাফ থেকে শুরু করে সাপোর্ট স্টাফ যারা যারা আছে সবাই যদি নিজ নিজ জায়গা থেকে নিজেদের সর্বোচ্চটুকু দিতে পারি তবে ভালো রেজাল্ট আনা সম্ভব। “
নতুন ব্যাটিং কনসালটেন্ট শ্রীধরন শ্রীরামকে নিয়ে সাকিব বলেন ” আমার মনে হয় না এই অল্প সময়ে খুব বেশি এক্সপেক্টেশন রাখার কিছু আছে। যেহেতু তিনি অস্ট্রেলিয়াতে কাজ করেছেন চার-পাঁচ বছর আর আমাদের বিশ্বকাপ ও অষ্টেলিয়াতে, তাই বিশ্বকাপে তার এক্সপেরিয়েন্স আমাদের কাজে দিবে”
সাকিব আল হাসান বরাবরই বাস্তবধর্মি একজন ক্রিকেটার। তিনি নিজে কখনো আকাশচুম্বী চিন্তা করেননা কিংবা চারপাশের কাউকে এইধরনের চিন্তা থেকে দূরে রাখেন। তাই সাকিব আল হাসান এই অগোছালো ইঞ্জুরি আক্রান্ত দল নিয়ে আগে থেকেই এক্সপেক্টেশন নিয়ে যেতে রাজী নন। আকাশচুম্বী এক্সপেক্টেশন না থাকলেও সর্বোচ্চ টুকু আনার জন্য শুরু করে দিয়েছেন অনুশীলন।