খাতা-কলমে যে সম্ভাবনাটুকু ছিল এবার সেটিও শেষ। নিজেদের সপ্তম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটের পরাজয়ের মাধ্যমে সবার আগে বিদায় নিশ্চিত হলো বাংলাদেশের। টানা ৬ হারের পর এখন বাংলাদেশ ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে পারবে কিনা সেটিই এখন পড়ে গেল চরম অনিশ্চয়তায়।
ম্যাচশেষে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান নিজেও এমন টানা হারের হতাশা লুকাতে পারেননি। তবে ধারাবাহিকভাবে টপ অর্ডারের ৪ ব্যাটারের ব্যর্থতাকে এ ম্যাচ হারের পিছনে বাংলাদেশ অধিনায়ক।
ম্যাচশেষে তিনি বলেন, ‘উইকেটটা ভাল ছিল। কিন্তু আমরা রান করতে পারিনি। কিছু পার্টনারশিপ হয়েছিল। তবে বড় জুটি হয়নি। আর ওরা যেভাবে প্রথম ১০ ওভারে বোলিং করেছে এবং ব্যাটিং ইনিংসে প্রথম ১০ ওভারে ব্যাট করেছে, তাতেই ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়ে গেছে। আমাদের টপ ৪ ব্যাটার রান পাচ্ছে না। এটা অবশ্যই চিন্তার কারণ।’
এরপর নিজের ব্যাটিং নিয়ে হতাশার কথা জানিয়ে সাকিব বলেন, ‘আমার আত্মবিশ্বাস তলানিতে ছিল। সৌভাগ্যক্রমে, আজকে রান পেয়েছি আমি। এখন আমি ভাল বোধ করছি। নিজে সব মিলিয়ে আমাদের এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসতে হবে। আমি আশাবাদী, আমরা খুব দ্রুতই ফিরতে পারব। তবে আমাদের দলগত পারফরম্যান্স লাগবে। আমাদের আর দুটো ম্যাচ আছে। শেষটা তাই ভাল করতে চাই।’
সবশেষে সমর্থকদের উদ্দেশ্যে সাকিব বলেন, ‘তাঁরা আমাদের নিঃস্বার্থভাবে সমর্থন দিয়ে আসছে। তবে এবার তাদের মুখ হাসি ফোটাতে পারিনি। চেষ্টা থাকবে শেষ দুই ম্যাচে ভাল কিছু করার, যাদের তাদের মুখে কিছুটা হাসি এনে দিতে পারি।’