ফিটনেসে ফেরার মিশনে সাকিব

ইনজুরিতে দলের বাইরে থাকার পরও সাকিব আল হাসান নিজের প্রাসঙ্গিকতা হারাননি। টেস্ট দলের নিয়মিত এই অধিনায়ক আছেন নিজেকে ফিরে পাওয়ার লড়াইয়ে। মিরপুরে তিনি এখন তাই নিয়মিত মুখ।

সাকিব ছিলেন যুক্তরাষ্ট্রে। নিজের পরিবারের সাথে। সেখান থেকে দেশে ফিরেছেন গত মঙ্গলবার। এখন পুরোদমে চলছে ৩৬ বছর বয়সী সাকিবের পুনর্বাসন প্রক্রিয়া। তাঁরই অংশ হিসেবে  বৃহস্পতিবার সকালে এসেছিলেন মিরপুরে।

নয়টা থেকে শুরু হয় বাংলাদেশের অনুশীলন। সাকিব আসেন সাড়ে নয়টায়। মূল মাঠে ট্রেইনারকে নিয়ে রানিং করছেন সাকিব। এই সময় প্রধান কোচ চান্দিকা হাতুরুসিংহে ও সহকারী কোচ নিক পোথাসের সাথে কথা বলেন সাকিব। মুশফিকুর রহিমকেও তাঁর সাথে কথা বলতে দেখা যায়। সাকিব লম্বা সময় নিয়ে কথা বলেন কোচদের সঙ্গে।

তারপর চলে গেলেন একাডেমি ভবনে, জিম করতে। জিমনেসিয়ামে অনেকটা সময় কাটিয়ে ফিরলেন। সবমিলে এক থেকে দেড় ঘণ্টা ঘাম ঝরিয়ে বাসায় ফিরে গেলেন সাকিব। টেস্ট দলে না থাকলেও আফগানিস্তানের বিপক্ষে সাদা বলের ক্রিকেটে থাকবেন সাকিব। আগামী মাসে আফগানদের বিপক্ষে তিনটি ওয়ানেডে ও দু’টি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ দল।

সব মিলিয়ে এখন সেই সিরিজের আগে ফিট হয়ে ফেরার চ্যালেঞ্জে আছেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। ঈদের আগেই আবারও অবশ্য যুক্তরাষ্ট্রে ফিরবেন সাকিব। সেখানে পরিবারের সাথে ঈদ উদযাপন করে আবারও যোগ দেবেন দলের সাথে।

৫ জুলাই থেকে চট্টগ্রামে শুরু হবে আফগানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর সিলেটে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সাকিবই অধিনায়ক। বিসিবির প্রধান চিকিৎসক ডা.দেবাশীষ চৌধুরী জানিয়েছেন ফেরার লড়াইয়ে থাকা এই তারকার আঙুলের চোট দ্রুতই সেরে যাচ্ছে।

জানিয়ে রাখা ভাল, আসছে ১৪ জুন মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে নামবে বাংলাদেশ দল। সাকিব দলে না থাকায় বাংলাদেশকে নেতৃত্ব দেবেন লিটন কুমার দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link