মিরপুরে একা অনুশীলন করতে দেখা গেছে সাকিব আল হাসানকে। মূলত নিজের ফিটনেসকে আরও খানিকটা শাণিত করবার প্রয়াশই চোখে পড়েছে সাকিবের কাছ থেকে। এর পেছনেও নিশ্চয়ই রয়েছে কোন না কোন কারণ। আর সে কারণটা সম্ভবত সাদা পোশাকে মাঠে ফেরার।
একটা কানাঘুষা শোনা যাচ্ছিল- সাকিব আল হাসান খেলতে পারেন শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট। সেটা সম্ভবত বাস্তব হতে চলেছে। অন্তত বিগত কয়েকদিনে সাকিব আল হাসানের গতিবিধি তাই বলছে। তাছাড়া বিসিবি কর্তাদের কাছ থেকেও পাওয়া যাচ্ছে।
যদিও শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ শুরু হওয়ার আগে সাকিব খেলবেন না বলেই জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে দেশের অন্যতম সেরা এই ক্রিকেটার নিজের মত বদলে ফেলেছেন। তিনি নিজে থেকেই খেলতে চেয়েছেন বলেই জানিয়েছে বিসিবির শীর্ষ এক কর্মকর্তা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্তা ক্রিকেট বিষয়ক এক গণমাধ্যমকে বলেন, ‘আমরা প্রত্যাশা করছি দ্বিতীয় টেস্টে সে (সাকিব) খেলবে যেহেতু সে নিজে থেকেই খেলতে চেয়েছে। আমার মনে হয় তার কাছে পর্যাপ্ত সময় রয়েছে ম্যাচের জন্য নিজেকে পুরোপুরি প্রস্তুত করবার।’
অতএব সাকিব ফিরছেন সাদা পোশাকে, সেটা একপ্রকার নিশ্চিত। তার ফেরার ক্ষেত্রে প্রধান অন্তরায় হতে পারে ফিটনেস। নিজের শারীরিক সক্ষমতা বাড়ানোর দিকেই নজর দিচ্ছেন সাকিব। যদিও তিনি খেলার মধ্যেই ছিলেন। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে প্রথম ম্যাচ খেলতে নেমে বাগিয়েছেন ম্যাচ সেরার পুরস্কার।
ক্রিকেটীয় শৈলী কখনোই ছিল না সাকিবের অন্তরায়। তাকে বরং এখন দ্বিধায় ফেলছে তার ফিটনেস আর শারীরিক নানাবিধ সমস্যা। আখেরে বয়সটা তো হয়েছে।
তবে সাকিবের ফেরা টেস্ট দলকে করতে পারে উজ্জীবিত। কেননা আঙুলে চোটে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। অভিজ্ঞ একজন সেনানী শিবিরে যুক্ত হলে- লঙ্কানদের বিপক্ষে লড়াই করাটা অন্তত আরও খানিকটা সহজ হবে বাংলাদেশের জন্য।
গেল বছরের এপ্রিলে সাকিবকে শেষ দেখা গিয়েছিল সাদা পোশাকে। আয়ারল্যান্ডকে আতিথেয়তা দিয়েছিল বাংলাদেশ। সে ম্যাচে ব্যাট হাতে এক ইনিংসে করেছিলেন ৮৭ রান। দ্বিতীয় ইনিংসে হাত ঘুরিয়ে নিয়েছিলেন দুইটি উইকেট।