নিজের আনন্দের জন্যই এখন সাকিবের সকল নিবেদন

ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে তার পারফরমেন্সের পেছনে নেই কোন বিশেষ তাড়না। স্রেফ নিজের আনন্দের জন্যেই তার যত আয়োজন। 

‘আমার এমনও খুব একটা শখ নেই যে জাতীয় দলে খেলতেই হবে।’ সম্প্রতি আজকের পত্রিকা-তে দেওয়া এক সাক্ষাতকারে এমনটাই জানিয়েছেন সাকিব আল হাসান। খানিকটা অভিমানের সুর মিশে আছে এই বক্তব্যে!

সাকিব আল হাসান, দেশের ক্রিকেটের উজ্জ্বলতম নক্ষত্রদের একজন। রাজনৈতিক জটিলতায় জাতীয় দলে তার জন্য দরজা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। তবে তিনি সেসব নিয়ে আর ভ্রুক্ষেপ করেন না। তবে প্রশ্ন আসতেই পারে, এখনও তবে কেন ক্রিকেট খেলা চালিয়ে যাচ্ছেন?

আইএল টি-টোয়েন্টি তিনি খেলছেন এমআই এমিরেটসের জার্সিতে। দলকে প্লে-অফ অবধি নিয়ে আসার জন্য অবদান তার নেহায়েত কম নয়। বল হাতে দূর্দান্ত সময় পার করেছেন তিনি। যদিও ব্যাট হাতে এখনও যে তিনি সচল- সেটা সেই অর্থে প্রমাণ করতে পারেননি।

বল হাতে তিনটি উইকেট পেয়েছেন, পাঁচ ম্যাচে। এখানে নিশ্চয়ই তার সামর্থ্যের প্রতিফলন ঘটছে না। কিন্তু দলের পক্ষে রান আটকে রাখায় তিনি ছিলেন সবার সেরা। প্লে-অফের আগে অবধি স্রেফ ৫.৮৫ ইকোনমিতে রান বিলিয়েছেন। স্রেফ ক্রিকেট খেলতে ভাল লাগে বলেই এখনও তিনি খেলা চালিয়ে যাচ্ছেন।

সম্প্রতি দেওয়া সাক্ষাতকারে তিনি বিষয়টি খোলাসা করে তিনি বলেছেন, ‘আমি আমার ক্রিকেটটা পছন্দ করি। ক্রিকেটটাই খেলে যাচ্ছি।’ জাতীয় দলে প্রত্যাবর্তনের আশায় তিনি পারফরম করছেন কি-না, এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘নিজের খেলার জন্যই। এগুলো নিয়ে আসলে এত চিন্তা করি না যে পরে কী আছে। এখন এটা খেলার সুযোগ আছে, চেষ্টা করছি যতটুকু সম্ভব ভালো করা যায়।’

সুতরাং সাকিব এখন আর জাতীয় দলের সেই লাল-সবুজ জার্সির মায়ায় মাঠে নামেন না। বরং তিনি যতটুকু সুযোগ পাচ্ছেন, ক্রিকেটটা উপভোগ করে যেতে চাইছেন। ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে তার পারফরমেন্সের পেছনে নেই কোন বিশেষ তাড়না। স্রেফ নিজের আনন্দের জন্যেই তার যত আয়োজন।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link