সাকিবকে হাফ সেঞ্চুরি করতে দেননি সাকিব!

ক্লান্তি যেন হার মানে সাকিব আল হাসানের কাছে। আবার তাতে আক্ষেপও থাকে। আমেরিকা থেকে ফিরেই বিকেএসপিতে করলেন ৪৯ রান। ছন্দে থাকার তৃপ্তি যেমন যোগ হল, সাথে থাকল হাফ-সেঞ্চুরি মিস করার আক্ষেপও।

যেখানেই থাকুক না কেন ২২ গজে নিজের জাতটা চেনাতে কখনোই ভোলেন না বাংলাদেশের এই পোস্টার বয়। তাই তো পরিবারের সাথে সময় কাটিয়ে দেশে ফিরেই ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে খেলতে নেমে গেলেন,  এক রানের জন্য মিস করলেন হাফ-সেঞ্চুরি।

তবে, সাকিবকে দেখে বোঝার উপায় নেই যে, মাত্র একদিন আগেই তিনি লম্বা বিমান যাত্রা শেষে দেশে ফিরেছেন। সেখান থেকে ফিরেই ৪০ ডিগ্রি সেলসিয়াসের উত্তাপে খেলতে নেমেই পারফর্ম করা সহজ কথা নয়।

আবাহনীর বিপক্ষে কঠিন সেই যাত্রাটা সাকিবের ছিল ৫৬ বলে। এই ইনিংস খেলার পথে বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার দু’টি চার ও চার ছক্কায় এই ইনিংস সাজান। বোঝাই যাচ্ছে, মন মত বিশ্বকাপের প্রস্তুতি নিতে মরিয়া সাকিব।

মজার বিষয় হলো, সাকিব আউট হয়েছেন আরেক সাকিবের বলে। অর্থাৎ তানজিম হাসান সাকিবের করা বলে ক্যাচ তুলে দেন সাকিব আল হাসান। মিড উইকেটে থাকা সাব্বির হোসেন সেই সোনার হরিণ লুফে নিতে একটুও ভুল করেননি।

গুঞ্জন আছে আসন্ন জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুই ম্যাচে বিশ্রামে থাকতে পারেন বিশ্ব সেরা এই অলরাউন্ডার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেলের কাছ থেকে অনুমতি নিয়েই খেলছেন প্রিমিয়ার লিগের সুপার লিগ। এখান থেকেই নিজের বিশ্বকাপ প্রস্তুতি শুরু করলেন সাকিব। দেখার পালা, প্রস্তুতি শেষে বিশ্বকাপটা কেমন হয় বাংলাদেশের!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link