দুপুর গড়িয়ে পড়ন্ত বিকাল। সন্তানদের সাথে ফুটবল খেলছেন বাবা। কি সুন্দর একটা দৃশ্য!
এমনই একটা দৃশ্যের অবতারণা হল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। আর এই দৃশ্যে বাবা হলেন স্বয়ং সাকিব আল হাসান। সাথে তাঁর তিন সন্তান – আলাইনা, ইররাম ও আইজাহ।
যদিও, বড় মেয়ে আলাইনা মাঠে নেমে খেলতে পারেননি। সাকিব একটু আক্ষেপ করেই গণমাধ্যমকে বলেন, ‘মিডিয়ার আপনারা সবাই আছেন, আমার বড় মেয়ে খেলতে নামতে পারল না।’
সকালে গুলশানে, বিকালে মিরপুরে সাকিব আল হাসান। মাঠের ক্রিকেটে না থাকলেও সাকিব বেশ ব্যস্ত সময়ই কাটাচ্ছেন। সকালে সাকিবের সঙ্গী ছিলেন চিত্রনায়ক শাকিব খান। শাকিবের প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে যোগ দিয়েছেন সাকিব।
বেলা গড়িয়ে দুপুর হতেই বদলে গেল সাকিবের চরিত্র। দিনের ব্যস্ততা শেষে তিনি সন্তানদের সময় দিতে চলে এলেন মিরপুরে।
আপাতত সাকিব আছেন জাতীয় দলের বাইরে। গেল বাংলাদেশ প্রিমিয়ার লিগে ((বিপিএল) তিনি খেলেন রংপুর রাইডার্সের হয়ে। দলকে শেষ চারে নিয়ে যাওয়ার সাথে সাথে টুর্নামেন্টের অন্যতম সেরা ক্রিকেটারও ছিলেন তিনি।
সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে সাকিবের নেতৃত্বেই খেলে বাংলাদেশ। এরপর আর জাতীয় দলে তাঁকে দেখা যায়নি। অধিনায়কত্ব থেকেও সরে গেছেন। বলা যায়, আলোচনারও কিছুটা বাইরেই আছেন তিনি। তবে, এত কিছুর পরও মিরপুরে তাঁর ও তাঁর পরিবারকে ঘিরেই থাকল প্রতিটা ক্যামেরা।