‘টাইমড আউট’ বিতর্কে এবার উত্তাল সিলেট

বিশ্বকাপ শেষ হয়ে গেছে, কিন্তু টাইমড আউটের রেশ এখনও আছে। টি-টোয়েন্টি সিরিজ জিতে আত্মহারা লঙ্কানদের উদযাপনের সঙ্গী তাই টাইমড আউট। অ্যাঞ্জেলো ম্যাথুস তো বটেই, সব খেলোয়াড় একত্র হয়ে ঘড়ি দেখিয়ে উদযাপন করলেন। যেন বোঝাতে চাইলেন, বাংলাদেশের সময় এখন শেষ।

বিশ্বকাপ শেষ হয়ে গেছে, কিন্তু টাইমড আউটের রেশ এখনও আছে। টি-টোয়েন্টি সিরিজ জিতে আত্মহারা লঙ্কানদের উদযাপনের সঙ্গী তাই টাইমড আউট। অ্যাঞ্জেলো ম্যাথুস তো বটেই, সব খেলোয়াড় একত্র হয়ে ঘড়ি দেখিয়ে উদযাপন করলেন। যেন বোঝাতে চাইলেন, বাংলাদেশের সময় এখন শেষ।

কারণটা স্পষ্ট, এই ম্যাথুসের সাথে বিশ্বকাপে হয়ে যাওয়া ‘ঐতিহাসিক’ ঘটনা কারোই অজানা নয়। আবার সেই ঘটনার সাথে জড়িয়ে আছেন সাকিব আল হাসান। বিশ্বকাপের ম্যাচে ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে ‘টাইমড আউট’-এর শিকার হন ম্যাথুস। সেদিন ম্যাচে বাংলাদেশ জেতে, যদিও জয়-পরাজয় ছাপিয়ে মূখ্য ছিল টাইমড আউটের ঘটনা।

অথচ, বিশ্বকাপের সেই ম্যাচ হেরে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ আনুষ্ঠানিক ভাবে হারিয়েছে শ্রীলঙ্কা। সেই ম্যাচ বা সেই সময়ের সাথে এই সিরিজের কোনো যোগাযোগ থাকার কথা নয়। এই সহজ ব্যাপারটা লঙ্কানরা বুঝতে নারাজ। ইদানিং বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচ যে পরিমান উত্তাপ ছড়ায় তারই যেন আরেকটা অধ্যায় হয়ে রইলো লঙ্কানদের এই উদযাপন।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ হারে ২৮ রানে। বাংলাদেশ সিরিজ হেরেছে ২-১ ব্যবধানে। ট্রফির ফয়সালা হয়ে যাওয়ার পর সংবাদ সম্মেলনেও রইলো এর রেশ।

বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেনের কাছে এটা একটু বেশিই মাতামাতি মনে হচ্ছে। তিনি সংবাদ সম্মেলনে বলেন, ‘ওরা এখনো টাইমড আউট থেকে বের হতে পারেনি। আমার মনে হয় বের হওয়া উচিত। বর্তমানে থাকা উচিত। আমার মনে হয় আমরা নিয়মের বাইরে কিছু করিনি। ওরা একটি বেশিই মাতামাতি করছে, করুক। আমরা এটা নিয়ে চিন্তিত না।’

শ্রীলঙ্কার কুশল মেন্ডিসও অবশ্য কোনো রেষারেষির মধ্যে যাননি। তিনি বলেন, ‘কেউ একজন টাইমড আউট দেখাতে বলেছে। আমরা দেখিয়েছে। এর কোনো কারণ নেই। আসলে জানি না। সবাই খুব খুশি ছিল। সেটা সবাই মিলে প্রকাশ করেছি।

ম্যাচের মধ্যেও খেলা ছাপিয়ে উত্তাপ ছড়ায় দু’দলের খেলোয়াড়দের বাদানুবাদ। ইনিংসের চতুর্থ ওভারে নুয়ান থুসারার বলে বোল্ড হওয়ার পর শ্রীলঙ্কার ক্রিকেটারদের সঙ্গে বাদানুবাদে জড়িয়েছেন তাওহিদ হৃদয়। তখন হৃদয়কে বেশ উত্তপ্তই মনে হয়েছে। শ্রীলঙ্কার ফিল্ডারদের জটলার দিকে তেড়ে গিয়েছিলেন হৃদয়। এরপরের বলেই মাহমুদউল্লাহ রিয়াদকে আউট করে হ্যাটট্রিক উদযাপন করেন থুসারা।

 

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...