সাকিব আল হাসান মানেই আলোচনা, সাকিব মানেই কোটি মানুষের প্রাণ। বাংলাদেশ ক্রিকেটের এই পোস্টার বয় দেশের বাইরে যখনি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে যান তাঁর কোটি ভক্ত টিভির পর্দায় চোখ রাখেন শুধু তাঁর খেলা দেখবার জন্য। যেই মানুষটা বাংলাদেশকে বিশ্ব ক্রিকেটে প্রতিনিয়ত প্রতিনিধিত্ব করছে সেই মানুষটা পৃথিবীর যেখানেই খেলুক ভক্ত-সমর্থকরা বরাবর তাকে সমর্থন করে এসেছে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪ তম আসরের নিজেদের প্রথম ম্যাচে খেলতে নেমে ব্যাট হাতে সুবিধে করতে পারেননি সাকিব। ১৮ তম ওভারে মোহাম্মদ নবীর পর পর দুই বলে নিতিশ রানা ও ইয়ন মরগান আউট হলে ক্রিজে আসেন সাকিব। আরেক প্রান্তে দীনেশ কার্তিক ব্যাট হাতে ঝড় তোলার খুব বেশি বল খেলার সুযোগ পাননি এই বাংলাদেশী অলরাউন্ডার। ইনিংসের শেষ বলে ক্যাচ আউট হবার আগে পাঁচ বল থেকে তিন রান করেন সাকিব।
বল হাতে দারুণ শুরু পেলেও ধরে রাখতে পারেননি তিনি। এক আসর পর আইপিএলে ফেরার দিনে নিজের প্রথম ওভার করতে এসে প্রথম বলেই ঋদ্ধিমান সাহাকে বোল্ড করে নিজের প্রথম শিকার বানান তিনি। প্রথম ওভার থেকে সাকিব দেন মাত্র এক রান! এরপর বাকি পথটা মোটেও ভালো যায়নি তাঁর।
নিজের দ্বিতীয় ওভার করতে এসে ১২ রান দেন তিনি। ব্যক্তিগত টানা তৃতীয় ওভার করতে এসে দেন ১০ রান। প্রথম তিন ওভারে ২৩ রান দিয়ে এক উইকেট নেওয়ার পর দলীয় ১৪ তম ওভারে ব্যক্তিগত শেষ ওভার করতে আসেন সাকিব। আর সেই ওভার থেকে ১১ রান খরচায় নিতে পারেননি কোনো উইকেট। চার ওভার বোলিং করে এক উইকেটের বিনিময়ে সাকিব দেন ৩৪ রান।
নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি গত আসরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন চলতি আসরে। নিলামে পাঞ্জাব-কলকাতার সাময়িক যুদ্ধে সাকিবকে কিনে নেয় কলকাতা।
এর আগে সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ছিলেন না সাকিব। এছাড়া আইপিএল খেলতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থেকেও ছুটি চান তিনি। এতে বিসিবির সাথে ভুল-বুঝাবুঝিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব ও বিসিবিকে নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা! এমনকি বিসিবি থেকে বলা হয় সাকিবকে আইপিএলের অনাপত্তিপত্র দেওয়া হবে কিনা সেটি নিয়েও তারা আলোচনা করবেন। তবে বরাবরের মতোই সব কিছুকে পাশ কাটিয়ে অনাপত্তিপত্র নিয়েই আইপিএলের উদ্দেশ্যে রওনা হন সাকিব।
সব মিলিয়ে আইপিএলে ফেরার দিনটা স্বরণীয় করে রাখতে পারেননি তিনি। ব্যাট হাতে সুবিধে করতে না পারার পর বল হাতে ভালো শুরু করলেও শেষ টা ছিলো যাচ্ছেতাই! তবে নামটা যে সাকিব আল হাসান। হতাশ না হয়ে ঘুরে দাঁড়িয়ে পরের ম্যাচে সুযোগ পেলে ঠিকই সামর্থ্যের সবটুকু দিয়ে আবারো নিজেকে মেলে ধরবেন এটাই প্রত্যাশা ভক্ত ও সমর্থকদের।