শফিউলের ফেরার অপেক্ষা

খেলা ৭১-কে এই পেসার জানিয়েছেন দ্বিতীয় ইনজেকশন না নেওয়া পর্যন্ত বোলিং শুরু করতে পারবেন না তিনি। আর দ্বিতীয় বার ভারতে গিয়ে ইনজেকশন নিতে শফিউলকে অপেক্ষা করতে হবে অন্তত আরো দুই মাস। করোনা পরিস্তিতি স্বাভাবিক হলে ঈদের পর আবার ভারতে যেতে চান তিনি।

দুঃসময় যেন কিছুতেই পিছু ছাড়ছে না পেসার শফিউল ইসলামের। গত বছরের শেষের দিকে অনুষ্ঠিত হওয়া বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে পিঠে চোট পেয়েছিলেন তিনি। চোট কাটিয়ে উঠতে গত জানুয়ারি মাসে ভারতের বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়ে ইনজেকশন নিয়েছিলেন এই পেসার।

এরকম চোট দ্রুত কাটিয়ে উঠতে সবার একটা ইনজেকশনে কাজ হলেও ফল পাননি শফিউল ইসলাম। তাই পুরোপুরি ফল পেতে আবারো ইনজেকশন নিতে হবে অভিজ্ঞ এই পেসারকে। কিন্তু করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়াতে এই মুহূর্তে ভারতে যাওয়াও সম্ভব হচ্ছে না শফিউলের।

নিজের বর্তমান অবস্থা নিয়ে খেলা ৭১-কে এই পেসার জানিয়েছেন দ্বিতীয় ইনজেকশন না নেওয়া পর্যন্ত বোলিং শুরু করতে পারবেন না তিনি। আর দ্বিতীয় বার ভারতে গিয়ে ইনজেকশন নিতে শফিউলকে অপেক্ষা করতে হবে অন্তত আরো দুই মাস। করোনা পরিস্তিতি স্বাভাবিক হলে ঈদের পর আবার ভারতে যেতে চান তিনি।

শফিউল বলেন, ‘এখনো চোট আছে। এখনো পুরোপুরি ফিট হইনি। প্রথমে যে রকম ছিলো ভারত থেকে ইনজেকশন নিয়ে আসার পর একটু উন্নতি হয়েছে কিন্তু মাঠে নামার মতো অবস্থা এখনো হয়নি। আবার ইনজেকশন নিতে হবে। কিন্তু এখন তো ভারতে যাওয়া যাচ্ছে না। ভিসার আবেদন করেছিলাম কিন্তু করোনার কারণে হয়নি। পরিস্তিতি স্বাভাবিক হলে ঈদের পর আবার গিয়ে চিকিৎসা নেবো।’

তিনি আরো বলেন, ‘একটা ইনজেকশনে অনেকের হয়। কিন্তু আমার হয়নি। হইছে তবে সেটা মাঠে নামার মতো না। অল্প রানআপেও এখনো বোলিং শুরু করেনি। এখনো ব্যথা আছে। চোট আরো বেড়ে যেতে পারে তাই আপাদত সম্পূর্ন বিশ্রামে আছি।’

প্রথম বার প্রয়োজনীয় কাগজপত্র যথাসময়ে জমা না দেওয়ার কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে চিকিৎসার ব্যয় পাননি শফিউল ইসলাম। তবে এবার সব কিছুর প্রক্রিয়া ঠিক রেখে বিসিবি থেকে চিকিৎসা ব্যয় পেতে আশাবাদী এই পেসার।

তিনি বলেন, ‘আমার কিছু কাগজ ছিলো না, এটা ইনজেকশনের ব্যাপার তো। আমি সব কাগজ দিতে পারিনি। তবে এবার কাগজ যে ভাবে বলছে দেবো, আশা করি পাবো।’

করোনা প্রকোপের ভিতরই গত আগস্টে প্রস্তুতি ক্যাম্পের আয়োজন করেছিল বিসিবি। সেই ক্যাম্পে ছিলেন শফিউল ইসলামও। ক্যাম্প চলাকালীন চোট পেয়ে মাঠের বাইরে চলে যান তিনি। পরে খেলা হয়নি বিসিবি প্রেসিডেন্টস কাপ।

এরপর চোট কাটিয়ে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপ দিয়ে মাঠে ফিরলেও টুর্নামেন্টে নিজের দ্বিতীয় ম্যাচে পুনরায় চোট পেয়ে মাঠের বাইরে ছিটকে যান এই পেসার। ২৬ নভেম্বর চোট পাওয়ার পর থেকেই ক্রিকেটের বাইরে রয়েছেন শফিউল ইসলাম।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...