ব্যক্তিগত কাজে ছুটি নেওয়া সাকিব আল হাসানের জন্য নতুন কিছু নয়। এবার এশিয়া কাপে তিনি অধিনায়ক হওয়ার পরও সেই ধারাবাহিকতায় কোনো ছেদ পড়েনি। দলকে শ্রীলঙ্কায় রেখে তিনি ঢাকায় এসেছেন শো-রুম উদ্বোধন করতে।
জানা গেছে, সোমবার একটি প্রতিষ্ঠানের শো-রুম উদ্বোধনে গিয়েছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। প্রতিষ্ঠানটির নাম ‘আল আমিন কেমিক্যালস’। সেই প্রতিষ্ঠানটির শেয়ারের মালিকানা আছে সাকিব আল হাসানের প্রতিষ্ঠান মোনার্ক মার্ট এবং মোনার্ক এক্সপ্রেসের।
এশিয়া কাপের সুপার ফোরে আর একটা মাত্র ম্যাচই বাকি বাংলাদেশের। ১৫ সেপ্টেম্বর শুক্রবার বাংলাদেশ দলের প্রতিপক্ষ ভারত। এই সময়ে সাকিবের দেশে ফিরে আসাটা একটু দৃষ্টিকটুই বটে।
সাকিব এর মধ্যেই অবশ্য এক দফা বৈঠক করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের সাথেও। জাতীয় সংসদ লবিতে প্রায় ১৫ মিনিট ধরে বৈঠক করেন। বৈঠকের আলোচ্য বিষয় অবশ্য জানা যায়নি।