শ্রীলঙ্কাতেই ওয়ানডেতে ফিরবেন সাকিব!

শ্রীলঙ্কা সিরিজের মধ্য দিয়ে দলের সাথে যুক্ত হতে চান এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডার। কিন্তু, বাস্তবতা কতটুকু তাকে সুযোগ দেবে - তা বরং সময় গড়ালেই পরিষ্কার হবে।

সাকিব আল হাসান খেলবেন শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ। এমন একটা গুঞ্জনের পালে হাওয়া লেগেছে হুট করেই। ওয়ানডে সিরিজের আগে তিনি দলের সাথে যুক্ত হবেন। অন্তত পক্ষে একটা ম্যাচ খেলার সুযোগ মিলবে তাঁর।

এমন গুঞ্জনের সত্যতা ঠিক কতটুকু, তা জানতে ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিমের সাথে যোগাযোগ করে খেলা ৭১। তিনি এই ব্যাপারে এখনও কিছু জানেন না বলে জানিয়েছেন।

ঘনিষ্ট সূত্রের দাবি, সাকিবকে ফেরানোর ব্যাপারটা বোর্ড সভাপতি নিজে দেখভাল করছেন। সাকিবের খেলোয়াড় হিসেবে ফিরতে বাঁধা নেই – এই কথা দায়িত্ব নেওয়ার পরই বলেছিলেন তিনি।

অতএব সাকিব আল হাসান হয়ত আজ না হয় কাল জাতীয় দলে ফিরবেন। কিন্তু দেশে কি তিনি আর ফিরতে পারবেন? সম্ভবত নয়। তার বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এমন মুহূর্তে নিশ্চয়ই তিনি দেশে গিয়ে নিজেকে বিপাকে ফেলতে চাইবেন না।

গেল বছরের জুলাই-আগস্ট থেকেই তিনি রয়েছেন বাংলাদেশের বাইরে। ২০২৪ সালে ভারতের কানপুরে শেষবার সাকিবকে দেখা গিয়েছিল বাংলাদেশের জার্সিতে। ঘোষণা দিয়েই টেস্ট ক্রিকেটকে বিদায় জানান তিনি। তার সুপ্ত বাসনা ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার।

কিন্তু, নানা জটিলতায় চ্যাম্পিয়ন্স ট্রফির দলে আর জায়গা হয়নি সাকিব আল হাসানের। এরপর তিনি কি আর জাতীয় দলে ফিরবেন কি-না, সে নিয়ে হয়েছে নানা সমালোচনা। দেশের মাটিতে নিজের ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলার বাসনাও ছিল সাকিবের। তবে, বর্তমান পরিস্থিতিতে সেই বাসনা পূরণের সম্ভাবনা যে একেবারে ক্ষীণ, তা আর বলার অপেক্ষা রাখে না।

সাকিব আল হাসান টেস্ট ও টি-টোয়েন্টি ছেড়েছেন আনুষ্ঠানিক ভাবে। তবে, ওয়ানডে ক্রিকেটটা তিনি খেলতে চান সেই বার্তা অবশ্য দিয়েছিলেন। ঠিক সে কারণেই আবার হয়ত শ্রীলঙ্কা সিরিজের মধ্য দিয়ে দলের সাথে যুক্ত হতে চান এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডার। কিন্তু, বাস্তবতা কতটুকু তাকে সুযোগ দেবে – তা বরং সময় গড়ালেই পরিষ্কার হবে।

Share via
Copy link