আবারো বিতর্কে জড়ালেন সাকিব আল হাসান, মাঠের পারফরম্যান্সে ছন্নছাড়া হলেও মাঠের বাইরের কার্যকলাপ দিয়ে আরো একবার শিরোনাম হলেন তিনি। দক্ষিণ আফ্রিকা ম্যাচের পর পরিবারের সঙ্গে সময় কাটানোর সময় ভিডিও করার অজুহাতে এক সাংবাদিকের উপর ক্ষুব্ধ হতে দেখা গিয়েছে তাঁকে।
ম্যাচ শেষে বাংলাদেশ দলের ওয়েস্ট ইন্ডিজগামী বিমানে ওঠার কথা ছিল, তাই সাকিবকে বিদায় জানাতে হাজির হয়েছিলেন তাঁর স্ত্রী ও সন্তানেরা। ছোট দুই সন্তান সেসময় নিজেদের মধ্যে দুষ্টামি করলেও বড় মেয়ে আলায়না বাবার সঙ্গেই সময় কাটাচ্ছিলেন।
বাবা-মেয়ের সুন্দরতম এই মুহূর্ত ক্যামেরাতে হয়তো আটকানো যেত, কিন্তু বিশ্বসেরা অলরাউন্ডার নিজেই এমনটা করতে মানা করেছিলেন উপস্থিত সাংবাদিকদের। কিন্তু খানিকটা সময় পরেই বাদে বিপত্তি, টিম বাসের সামনে দাঁড়িয়ে থাকা এক সাংবাদিকের দিকে হুট করেই এগিয়ে যান তিনি; ভিডিও করছেন কি না এমন প্রশ্ন করতে করতে তাঁর হাত থেকে এরপর ফোন নিয়ে নেন।
যদিও এই তারকা নিজে কিছু চেক না করেই ফোনটা তুলে দেন নিরাপত্তার দায়িত্বে থাকা এক আমেরিকান পুলিশের হাতে। পরে অবশ্য সেই সাংবাদিক ফোন ফিরে পেয়েছেন, তবে স্রেফ সন্দেহ থেকে এমন আচরণ বাড়াবাড়িই মনে হয়েছে অনেকের।
এর আগে গত বিশ্বকাপে প্রায় একই ঘটনা ঘটিয়েছিলেন লিটন দাস। ভারতে বিশ্বকাপ কভার করতে যাওয়া সাংবাদিকদের হোটেল লবি থেকে বের করে দিয়েছিলেন তিনি। সেটা নিয়ে বিতর্কের ঝড় উঠেছিল, পরবর্তী লিটন নিজে ক্ষমাও চেয়েছিলেন এমন ঘটনার জন্য।
এক্ষেত্রে প্রশ্ন উঠতে পারে মাঠের ফর্ম কি খেলোয়াড়দের মানসিকতায় নেতিবাচক প্রভাব ফেলছে? কেননা লিটন যেমন ওয়ানডে বিশ্বকাপে সেরা ছন্দে ছিলেন না, তেমনি সাকিব এখন নিজেকে হারিয়ে খুঁজছেন। শ্রীলঙ্কা কিংবা দক্ষিণ আফ্রিকা কোন ম্যাচেই এই বাঁ-হাতি পারফরম করতে পারেননি। সেজন্যই হয়তো অল্পতেই প্রতিক্রিয়া দেখিয়ে ফেলেছেন তিনি।