ম্যাচ শেষে হার্দিক পান্ডিয়ার কাছে চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সিতে অটোগ্রাফ চান মোহাম্মদ শামি। তৈরি করে এক অভাবনীয় মধুর মুহূর্ত। সানরাইজার্স হায়দ্রাবাদ এবং মুম্বাই ইন্ডিয়ানসের ম্যাচের উত্তাপ ছিল শুরু থেকেই। শেষটাতে অবশ্য অসহায় হায়দ্রাবাদের হার দেখতে হয়েছে। তবে ম্যাচ শেষে জয়-পরাজয় ছাপিয়ে বন্ধুত্বের অনন্য এক দৃশ্যের দেখা মিলেছে রাজীব গান্ধী স্টেডিয়ামে।
মুম্বাই ইন্ডিয়ানসের আসরের শুরুটা ভালো হয়নি। তবে গুরুত্বপূর্ণ সময়ে তারা কামব্যাক করেছে। টানা ম্যাচ জয়ে উঠে এসেছে পয়েন্ট টেবিলের তিন নম্বরে। তবে মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচ হেরে অনেকটা শেষ হয়ে গিয়েছে হায়দ্রাবাদের এবারের আসর।

বাজে পারফরম্যান্সের কারণে খেলা হচ্ছে না মোহাম্মদ শামির। তবে ম্যাচ শেষে হার্দিক পান্ডিয়ার কাছে যান শামি, হাতে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সি। জার্সিতে হার্দিকের অটোগ্রাফ চান তিনি। হার্দিকও দেরি না করে কলম হাতে সই করে ফেলেন সাবেক সতীর্থের জার্সিতে। হার্দিক-শামির বন্ধুত্ব নতুন নয়। গুজরাট টাইটান্সের হয়ে দুজনেই ২০২২ সালে খেলেছেন।
সেই মৌসুমেই আইপিএল জিতেছিল গুজরাট, অধিনায়ক ছিলেন হার্দিক। তবে মাঠে বিতর্কিত আচরণও রয়েছে তাদের। ২০২৩ সালের একটি বিতর্কিত ঘটনা, যখন মাঠে শামির ফিল্ডিং নিয়ে হার্দিক তার উপর চিৎকার করেছিলেন। পরে অবশ্য সেই ভুল বোঝাবুঝি মিটে যায়।

সর্বশেষ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত পারফর্ম করেছিলেন মোহাম্মদ শামি। ৫ ম্যাচে ৯ উইকেট নিয়ে দলের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। আর সেই স্মৃতি ধরে রাখতেই চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সিতে হার্দিকের অটোগ্রাফ নিয়ে রাখলেন তিনি।











