আগের দিন হাঁটুর ইনজুরির কারণে শুরুর আগেই শেষ হয়ে গিয়েছে পেসার এবাদত হোসেনের এশিয়া কাপ স্বপ্ন। বাংলাদেশ ক্রিকেটে সেই দু:সংবাদের রেশ না কাটতেই এবার জানা গেল, অসুস্থ হয়ে পড়েছেন শামিম পাটোয়ারি।
গত সোমবার ভারতে বিশ্বকাপের ভিসার জন্য আবেদন করেছিলেন তিনি। তবে একদিন না পেরোতেই অসুস্থ্য হওয়ায় আজ মঙ্গলবার মিস করেছেন জাতীয় দলের নিয়মিত অনুশীলন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশিষ চৌধুরীর ভাষ্যমতে, গতকাল রাতে একটু অসুস্থ হয়ে পড়ে সে। কয়েকবার বমি করে, যে কারণে আজকের অনুশীলনে আসেনি। তবে এটি গুরুতর কিছু নয়। একটু অসুস্থ সে। আশা করছি দ্রুতই মাঠের অনুশীলনে ফিরবে শামীম।
এখন পর্যন্ত বাংলাদেশের জার্সি গায়ে ১৭ টা টি-টোয়েন্টি ম্যাচ খেললেও ওয়ানডে অভিষেক হয়নি শামীমের। আসন্ন এশিয়া কাপ দিয়ে একদিনের ক্রিকেট অভিষেক হওয়ার কথা তাঁর। তবে এশিয়া কাপ শুরু হতে আর সপ্তাহ খানেক মতো বাকি।
তাই, শামিমকে ফিরতে হবে দ্রুতই। নতুবা এবাদতের পথ ধরে ছিটকে যেতে হতে পারে তাঁকেও। সে ক্ষেত্রে নাম্বার সাত হিসেবে বিবেচনায় থাকার মাহমুদউল্লাহ রিয়াদের ভাগ্যবদলও হয়ে যেতে পারে।
যদিও বিসিবি চিকিৎসকের মতে, শামীম ঠিক ইনজুরিতে পড়েননি। অনুশীলনে ফেরা তাঁর জন্য সময়ের ব্যাপারই মাত্র।
এ দিকে, ইনজুরির কারণে পড়া ছিট এবাদত হোসেনের জায়গা দলে এসেছেন তানজিম হাসান সাকিব। সর্বশেষ ইমার্জিং এশিয়া কাপে দারুণ বোলিং করেছিলেন এ পেসার। তাছাড়া, লঙ্কান কন্ডিশনে খেলার অভিজ্ঞতার কারণেই তাঁকে এবাদতে স্থলাভিষিক্ত করা হয়েছে।
আগামী ৩০ আগস্ট থেকে শুরু হওয়া এশিয়া কাপে বাংলাদেশের অভিযান শুরু হবে ৩১ আগস্টে। পাল্লেকেল্লেতে তাদের প্রথম প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা। উল্লেখ্য, এবারই প্রথম হাইব্রিড মডেলের অংশ হিসেবে পাকিস্তান ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে হচ্ছে এশিয়া কাপ।