একসময়ে ট্রল হওয়া শান্তই এখন পাচ্ছেন সর্বাধিক বেতন

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলাকালীন কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করা হয়েছিল।

বাংলাদেশের সবচেয়ে বেশি বেতনভোগী ক্রিকেটার কে? না, সাকিব আল হাসান বা মুশফিকুর রহিম নয়; এই মুহূর্তে সর্বোচ্চ বেতন পাচ্ছেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলাকালীন কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করা হয়েছিল; আর এই তালিকা অনুযায়ী শান্ত পাবেন মাসিক নয় লক্ষ টাকার বেশি।

গত ১২ ফেব্রুয়ারি আগামী এক বছরের জন্য জাতীয় দলের বেতনভুক্ত ক্রিকেটাদের নাম প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিন ফরম্যাট মিলিয়ে এখানে রাখা হয়েছে মোট ২১ জন খেলোয়াড়কে। আর তিন ফরম্যাটেই জায়গা করে নিয়েছেন মোট পাঁচজন ক্রিকেটার।

তাঁরা হলেন সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত ও শরিফুল ইসলাম। নিয়মানুযায়ী সব ফরম্যাট থেকে বেতন পাওয়ার কথা থাকলেও এই ক্রিকেটারদের বেতন দেয়া হবে শতাংশের হিসেবে। এই যেমন টেস্ট থেকে শতভাগ, ওয়ানডে থেকে ৫০ শতাংশ এবং টি-টোয়েন্টি থেকে ৪০ ভাগ অর্থ পাবেন তাঁরা।

এই হিসেব অনুযায়ী নাজমুল শান্ত টেস্ট ক্রিকেট থেকে সাড়ে ৪ লাখ টাকা, ওয়ানডে থেকে ২ লাখ এবং টি-টোয়েন্টি থেকে ১ লাখ ৪০ হাজার টাকা পাবেন। আবার তিন ফরম্যাটে নেতৃত্বে জন্য প্রত্যেক ফরম্যাটের জন্য আরো ৪০ হাজার টাকা করে দেয়া হবে তাঁকে। সবমিলিয়ে তাঁর মাসিক বেতন এখন ৯ লক্ষ ১০ হাজার টাকা।

শান্তর পর দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিক পাবেন সাকিব। তাঁর প্রাপ্য অর্থের পরিমাণ ৭ লক্ষ ৯০ হাজার টাকা। এছাড়া মুশফিকুর রহিম পাবেন ৬ লক্ষ ৫০ হাজার, লিটন দাস পাবেন ৬ লক্ষ ৫ হাজার, তাসকিন পাচ্ছেন ৫ লক্ষ ৭৫ হাজার টাকা। পাঁচ লক্ষ টাকার উপরে বেতন আছে আরো দু’জনের, তাঁরা হলেন মিরাজ ও শরিফুল।

বাকিদের মধ্যে মুমিনুল হক এবং তাইজুল ইসলামের পারিশ্রমিক ৪ লক্ষ ৫০ হাজার টাকা; মাহমুদউল্লাহ রিয়াদ পাবেন বরাবর ৪ লক্ষ টাকা। তাছাড়া মুস্তাফিজ, হাসান মাহমুদ, তাওহীদ হৃদয়রাও অন্তত দুই লক্ষ টাকা মাসিক বেতন পাবেন। বাকি সবার পারিশ্রমিক এক লক্ষ থেকে এক লক্ষ ৭৫ হাজারের মধ্যে।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...