‘এক বছর পয়সা না কামালেই নয়?’

করোনা ভাইরাসে ভারতের অবস্থা নাভিশ্বাস। এই পরিস্থিতিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) চলা উচিৎ নয় – ক’দিন আগে বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) প্রতি এমন আহ্বান জানিয়েছিলেন স্পিড স্টার শোয়েব আখতার। 

ভারতে যেখানে এখন করোনার কারণে প্রত্যেকদিন লাখ লাখ মানুষ আক্রান্ত হচ্ছে, হাজার হাজার মানুষ মারা যাচ্ছে তখন চোখ কান বুজে এই জমকালো আয়োজন করে টুর্নামেন্ট চালিয়ে যাওয়া উচিত নয় বলে মত প্রকাশ করেছিলেন সাবেক পাকিস্তানি তারকা।

একটু দেরিতে হলেও বন্ধ হয়ে গেছে আইপিএল। আপাতত টুর্নামেন্ট স্থগিত করেছে বিসিসিআই। এবার আবারো মুখ খুলেছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস।

শোয়েব আখতার তাঁর ইউটিউব চ্যানেলে বলেন, ‘সপ্তাহ দুয়েক আগে আমি যখন আইপিএল বন্ধ করার কথা বলেছিলাম, তাঁর পিছনে একটা আবেগ ছিল। ভারতে এখন জাতীয় বিপর্যয় চলছে। প্রতিদিন ৪-৫ লাখ লোক করোনা আক্রান্ত হচ্ছে। এটা টেস্ট রিপোর্ট দেখে জানা যাচ্ছে। কত লোক এর বাইরেও রয়েছেন, যাদের পরীক্ষা করা হয়নি। ১০-১২ হাজার লোক মারা যাচ্ছে প্রতিদিন। এই অবস্থায় আইপিএল তামাশা চালিয়ে যাওয়া উচিত নয়।’

তিনি আরো মনে করিয়ে দিলেন আপিএল কোন ছোট টুর্নামেন্ট নয়, এই পরিস্থিতিতে এরকম কোন বড় টুর্নামেন্ট কঠোর জৈব সুরক্ষা বলয়ের মধ্যে আয়োজন করে সফল হওয়া সম্ভব নয়। তিনি এই ক্ষেত্রে উদাহরণ দিলেন নিজ দেশেই আয়োজন হওয়া পিএসএলের কথা যেটা করোনার কারণেই টুর্নামেন্ট শুরু হওয়ার ১৪ ম্যাচ পরেই স্থগিত হয়ে যায়।

শোয়েব আখতার মনে করেন এসব জৈব সুরক্ষা বলয় ফ্র‍্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টের জন্য নয়, শুধু আন্তর্জাতিক ক্রিকেটে সম্ভব। কারণ আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ গুলোর সংখ্যা কম, এতো সময় নিয়ে হয় না, কিন্তু ফ্র‍্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টর অনেক গুলো ম্যাচ প্রায় ২-৩ মাস জৈব সুরক্ষা বলয়ে আয়োজন করা অসম্ভব।

পাকিস্তানের রাওয়ালপিন্ডি এক্সপ্রেস তার বক্তব্যে বিসিসিআইকে কাঠগড়ায় রেখে সরাসরি প্রশ্ন তোলেন, ‘২০০৮ থেকেই তো কামিয়ে আসছেন, এক বছর না কামালে কি হবে?’

তিনি ভারতের দুর্বিষহ অবস্থাকে ইঙ্গিত করে আরো প্রশ্ন করেন, ‘এতো লোক মারা যাচ্ছে, তার মাঝে এমন তামাশা না চালালেই নয়?’

জানিয়ে রাখা ভাল, শোয়েব আখতার নিজের ক্যারিয়ারে একটা আইপিএল খেলেছেন। ২০০৮ সালে তিনি ছিলেন কলকাতা নাইট রাইডার্স দলে। সেই আসরের পর থেকে আইপিএলে পাকিস্তানিদের অংশগ্রহন নিষিদ্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link