কার হয়ে খেলবেন সাকিব?

আইসিসির নিষেধাজ্ঞার কারণে গত আসরের দল বদলে ছিলেন না সাকিব আল হাসান। তাই কোন দলের স্কোয়াডেই নেই এই অলরাউন্ডার। কিন্তু তিনি ইচ্ছে করলেই এবারের ডিপিএল পারবেন। ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) জানিয়েছেন সে ক্ষেত্রে খেলার জন্য আবেদন করতে হবে সাকিবকে।

দীর্ঘ বিরতির পর অবশেষে শুরু হচ্ছে দেশের ঐতিহ্যবাহী ঘরোয়া টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিতে এবারের আসর আয়োজন করা হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। তাই এবারের আসরে খেলার সম্ভবনা রয়েছে সাকিব আল হাসানের। কিন্তু প্রশ্ন হলো এই অলরাউন্ডার খেলবেন কোন দলের হয়ে?

করোনা ভাইরাসের কারণে গত বছর মাত্র এক রাউন্ড অনুষ্ঠিত হওয়ার পরই স্থগিত করা হয় ডিপিএল। ওয়ানডের পরিবর্তে ঢাকা প্রিমিয়ার লিগ এবার টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিক হলেও স্কোয়াডে কোন পরিবর্তন করা হয়নি। গত আসরের স্কোয়াড নিয়েই মাঠে নামবে ক্লাব গুলো। এবার দেখা যাবে না বিদেশি কোন ক্রিকেটারকেও।

আইসিসির নিষেধাজ্ঞার কারণে গত আসরের দল বদলে ছিলেন না সাকিব আল হাসান। তাই কোন দলের স্কোয়াডেই নেই এই অলরাউন্ডার। কিন্তু তিনি ইচ্ছে করলেই এবারের ডিপিএল পারবেন। ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) জানিয়েছেন সে ক্ষেত্রে খেলার জন্য আবেদন করতে হবে সাকিবকে।

সিসিডিএমের সদস্য আলী হোসেন খেলা ৭১- কে জানিয়েছেন সাকিব আল হাসান আবেদন করার পর সে কোন দলে খেলবে, কোন পদ্বতিতে খেলবে এই বিষয়ে সিদ্বান্ত নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তবে ধারণা করা হচ্ছে এই বিষয়ে বোর্ড বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফর্মুলা অনুসরণ করতে পারে। চোটের কারণে ঐ টুর্নামেন্টের ড্রাফটে ছিলেন না জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। কিন্তু শেষের দিকে খেলতে আগ্রহী হয় সে। মাশরাফিকে নিতে আগ্রহ প্রকাশ করে তিন দল। তখন লটারি ভাগ্যে তাঁকে দলে নেয় জেমকন খুলনা।

সাকিব আল হাসানের ক্ষেত্রেও এই পদ্বতি অনুসরণ করা হতে পারে। সাকিব ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে আগ্রহী হলে তাকে নিতে আবেদন করবে ক্লাব গুলো। এক দল আবেদন করলে সেই দলই সাকিবকে পাবে। তবে একাধিক দল আবেদন করলে লটারির আয়োজন করা হবে।

সব কিছু ঠিক থাকলে ৩১ মে থেকে শুরু হবে টি-টোয়েন্টি ফরম্যাটের ঢাকা প্রিমিয়ার লিগ। তবে এখনো ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হয়নি। এই টুর্নামেন্ট শুরু হওয়ার কথা ছিলো চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে। কিন্তু করোনা পরিস্থিতির কারণে সময় মতো শুরু হয়নি। তাই এবার ক্রিকেটারদের সুরক্ষায় জৈব সুরক্ষা বায়ো বাবল নিশ্চিত করা হবে।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...