সম্প্রতি নেট পাড়া জুড়ে চলছে তোলপাড়। ক্রিকেটার শোয়েব আখতারের মতো দেখতে এক যুবকের ভিডিওতে ছেয়ে গেছে ফেসবুক, ইউটিউব-সহ সকল ধরণের স্যোশাল মিডিয়ায়। কে এই ফাস্ট বোলার?
পাকিস্তানি পেসার শোয়েব আখতার ক্রিকেট বিশ্বের এক অন্যতম কিংবদন্তি। যিনি বিগত দুই দশক তার অমানবিক গতি, বিধ্বংসী বাউন্সার এবং টো ক্রাশিং ইয়র্কারে ব্যাটারদের করেছেন ভীত। ক্যারিয়ারে সাফল্য আসলেও অল্প সময়েই তাকে রাশ টানতে হয়। যাতে ছিল ৪৬ টেস্ট, ১৬৩ টি ওয়ানডে এবং ১৫টি টি-২০। যার সমাপ্তি ঘটে ক্রোনিক হাঁটুর ইনজুরিতে।
কিন্তু বর্তমান নেট পাড়াতে যিনি আলো ছড়াচ্ছেন, তিনি তাহলে কে? তিনি হলেন ইমরান মোহাম্মদ। অন্তর্জালের দুনিয়াতে যে ফুটেজের বদৌলতে ফুটে উঠেছেন তা ওমান টি-টেন লিগের। যেখানে আইএএস ইনভিন্সিবলস এবং ইয়াল্লাহ সাবাব জায়ান্টস এর খেলা চলছিল।
ত্রিশ বছর বয়সী ইমরান মোহাম্মদ। জন্ম খায়বার পাখতুনখোয়া প্রদেশের দেরা ইসমাইল খান জেলায়। ১৮ বছর বয়সে গ্রাম ছাড়েন। এখন তিনি ওমানের রাজধানী মাসকাটেই থাকেন। সেখানে বাড়িতে বাড়িতে সিসিটিভি লাগিয়ে জীবিকা নির্বাহ করেন। এর বাইরে মাঝে মাঝে ওমানের ফ্রাঞ্চাইজি লিগ খেলেন।
অন্যদিকে, ক্রিকেট কিংবদন্তি পিন্ডি এক্সপ্রেস তার সফল ক্যারিয়ারে ইতি টেনেছেন সেই ২০১১ সালে। বিশ্বকাপ শেষে এই সিদ্ধান্ত নেন তিনি। তার মধ্যেই ওডিয়াই এ নিয়েছেন ২৪৭ উইকেট। অন্যদিকে, টি-২০ এ নিয়েছেন ১৫ ম্যাচে ১৯ উইকেট। ১৯৯৭-২০০৭ ব্যাপি টেস্ট ক্যারিয়ারে শিকার তার ১৭৮ টি তাও ৪৬ টেস্টে।
এখন তিনি(আখতার) একজন সফল ধারাভাষ্যকর এবং ক্রিকেট বিশ্লেষক। সবরকম বিশেষত পাকিস্তানি ক্রিকেট নিয়ে নিজের সব মন্তব্য শেয়ার করেন ইউটিউবে।