রাব্বির বদলি সোহান

সাগরিকায় চতুর্থ দিন সকাল থেকে এরকম বেশ কিছু বল ডাক করেছেন ইয়াসির আলী রাব্বি। কিন্তু সবসময়ই একটা সমস্যা হচ্ছিলো, বল থেকে মাথা সরিয়ে নেওয়ার সময়টায় চোখ সরিয়ে ফেলছিলেন। এটাই কাল হলো। শাহিন শাহ আফ্রিদির করা ৩০তম ওভারের পঞ্চম বলটাকে সেই হেলমেটেই আঘাত পেলেন রাব্বি।

এক ওভার আরও ব্যাটিং করার পর রাব্বি আরও খারাপ বোধ করায় তাকে মাঠ থেকে নিয়ে যাওয়া হয়। এখন প্রটোকল অনুযায়ী রাব্বি সুস্থ না হলে তার একজন ‘কনকাশন বদলি’ মাঠে নামেন। রাব্বিকে স্ক্যান করানোর জন্য নেওয়া হয়েছে হাসপাতালে।

রাব্বির বদলী নেওয়ার সুযোগ আসলে দুটো ছিলো-মাহমুদুল হাসান জয় এবং নুরুল হাসান সোহান। শুরুতে মনে হয়েছিলো জয়ই সুযোগটা পাবেন। কারণ, স্কোয়াডে জয় ছাড়া নিখাঁদ ব্যাটসম্যান আর নেই। পরে সোহানকে নেওয়া হয়। সোহানকে নিয়ে সমস্যা ছিলো, তিনি কিপার ব্যাটসম্যান। তবে কিপিং করতে পারবেন না, এই শর্তে তাকে নামতে দেওয়া হচ্ছে।

বলের আঘাত লাগার পরও রাব্বি হাল ছাড়েননি। এরপর নোমান আলীর আরও একটা ওভার ব্যাটিং করেছেন তিনি। এরপর ড্রেসিংরুমে নিয়ে খানিক সময় রাব্বিকে পর্যবেক্ষন করা হয়। তাতে অবস্থার খুব উন্নতি না হওয়ায় ম্যাচ রেফারির কাছে কনকাশন বদলীর জন্য অনুমতি চাওয়া হয়েছে। দলের লজিস্টিক ম্যানেজার নাফিস ইকবাল সেই অনুমতির আবেদন নিয়ে ম্যাচ রেফারির কাছে গিয়েছেন।

এদিকে রাব্বির মাথার সিটি স্ক্যান করার জন্য তাকে মাঠের বাইরে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে ফলাফল এলে বোঝা যাবে, এই ব্যাটসম্যানের ঠিক কী অবস্থা।

বাংলাদেশ এর আগে দু বার টেস্টে কনকাশন বদলী নিয়েছে। দুটো ঘটনাই ভারতের বিপক্ষে ইডেন গার্ডেন্সের গোলাপি বলের টেস্টে। কিছুটা সময়ের ব্যবধানে মাথায় আঘাত পেয়ে লুটিয়ে পড়েছিলেন লিটন দাস ও নাঈম হাসান। তাদের বদলী হিসেবে ম্যাচে নেমেছিলেন মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম।

এ ছাড়া ওয়ানডেতে একবার বাংলাদেশ কনকাশন বদলী নিয়েছে।

২০১৯ অ্যাশেজে স্টিভেন স্মিথকে দিয়ে এই কনকাশন বদলী শুরু হয়। এর আগে আইসিসি আইন করে যে, কোনো খেলোয়াড় মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়লে ম্যাচ রেফারি চাইলে বদলী খেলোয়াড় অনুমোদন দিতে পারবেন। তবে সেই খেলোয়াড়কে হতে হবে ‘লাইক টু লাইক’। মানে আহত খেলোয়াড়ের মতই।

সেই অ্যাশেজে আর্চারের বলে আঘাত পেয়ে মাঠ ছাড়েন স্টিভেন স্মিথ। তার বদলে দ্বিতীয় ইনিংসে ব্যাট করেন মার্নাস লাবুশানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link