বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়েন মুশফিকুর রহিম। স্কোয়াড ঘোষণার সময় প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু অবশ্য বলেছিনে পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন চার টেস্টের কথা মাথায় রেখে টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছে মুশফিককে বিশ্রামে রাখার।
এরপরই মিডিয়ার মুখোমুখি হয়ে মুশফিক বেশ কিছু কথা বলেন। যার মধ্যে ইঙ্গিত করেন বিশ্রামের কথাটি সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি টিম ম্যানেজমেন্ট কিংবা বিসিবির কারো কাছেই বিশ্রামের কথা বলেননি। এমনকি দলে থাকা না থাকা নিয়েও তার সাথে কোনো আলোচনা করা হয়নি। এছাড়াও নির্বাচক প্যানেল সহ বিসিবির ব্যাপারে প্রশ্নে বেশ কিছু মন্তব্যে করায় এবার মুশফিককে শোকজ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ শুক্রবার বিসিবির পক্ষ থেকে মুশফিককে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়। বিসিবির কোড অব কন্টাক্ট ভঙ্গ করে গণমাধ্যমে অহেতুক কিছু মন্তব্য করাতেই মূলত চটেছে বিসিবি।
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে বাদ পড়ার পর মুশফিক গণমাধ্যমে বলেন, ‘ তারা যদি আমার বলতো তাহলেও আমি আরেকটু ভালো অনুভব করতাম যে অন্তত তারা আমাকে সেই সম্মানটা দিয়েছে। তারা যদি আসন্ন চার টেস্ট নিয়ে চিন্তা করেই থাকে তাহলে এটা বিশ্বকাপের আগেই বলতে পারতো যে আমাদের চারটা টেস্ট আছে তুমি একটা বিরতি নেও। সেটা আমার জন্যই ভালো হতো কারণ আমি মানসিকভাবে নিজেকে সেভাবেই প্রস্তুত করতাম এবং জাতীয় লিগেরও দুইটা রাউন্ড খেলতে পারতাম। কিন্তু তাঁরা এটা খুব দেরি করে জানিয়েছে।’
তিনি আরো বলেন, ‘তাঁদের উচিত ছিলো এটা বলা যে আমাকে বাদ দেওয়া হয়েছে। সবারই সবকিছু অকপটে স্বীকার করা উচিত। কারণ দলের চেয়ে উর্দ্ধে তো কিছু না, আর আমি সেখানে সাধারণ একজন সদস্য। পারফরম্যান্সে উত্থান-পতন থাকবেই এবং প্রত্যেককে যার যার পারফরম্যান্স এবং ফিটনেস দিয়ে বিচার করা উচিত অবশ্যই। তারা সহজেই বলতে পারতো যে আমরা একটু ভিন্ন ভাবে চিন্তা করছি। তোমাকে এই সিরিজে আমরা চিন্তা করছিনা, তুমি পারফরম করলে তারপর আবার… ফিরবে। ‘
গণমাধ্যমে এভাবে বেফাঁস মন্তব্য করায় মুশফিককে কোনো শাস্তি ভোগ করতে হয় কিনা সেটিই এখন দেখার বিষয়।
টি-টোয়েন্টি বিশ্বকাপে মাঠের পারফরম্যান্স এবং প্রেস কনফারেন্সে আবেগপ্রবণ হয়ে কথা বলায় বেশ সমালোচনার জন্ম দেন মুশফিক। বিশ্বকাপের পরই অবশ্য বিসিবি থেকে দলে বড় পরিবর্তনের আভাস দেওয়া হয়। আর সেই পরিবর্তনে দল থেকে কাটা পড়েন মুশফিকও।