স্লো ওভার রেটের বিরুদ্ধে নতুন সব ব্যবস্থা!

স্লো ওভার রেট প্রতিরোধ করার লক্ষ্যে আন্তর্জাতিক ক্রিকেটে স্টপ ওয়াচের ব্যবহার করেছিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এতদিন পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম চললেও ২০২৪ সালের ১ জুন থেকে বাধ্যতামূলকভাবে স্টপ ওয়াচের ব্যবহার শুরু হবে। আইসিসি এই সপ্তাহে দুবাইতে বোর্ড সভা আয়োজন করেছিল, সভা শেষে এই ঘোষণা দেয়া হয়।

নিয়ম অনুযায়ী, দুইটি ওভারের মধ্যে একটি স্টপ ওয়াচ চলবে। যদি কোনো দল এক মিনিটের মধ্যে পরের ওভারটি শুরু করতে ব্যর্থ হয় তাহলে তাঁদের সতর্ক করা হবে। এবং এমন ঘটনা তিনবার ঘটলে পাঁচ রান জরিমানা করবেন আম্পায়াররা।

বিশ্ব ক্রিকেট সংস্থার বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আন্তর্জাতিক ক্রিকেটে স্টপ ওয়াচ ব্যবহারের ফলাফল চিফ এক্সিকিউটিভ কমিটির কাছে পেশ করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে, এটি ব্যবহারের পর থেকে একটি ওয়ানডে ম্যাচে প্রায় বিশ মিনিট সময় বাঁচানো সম্ভব। সেজন্য জুনের ১ তারিখ থেকে সকল পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যকার ম্যাচে স্টপ ওয়াচ থাকা আবশ্যক।’

অর্থাৎ আগামী জুন মাস থেকে স্লো ওভার রেট ঠেকানোর জন্য তিনটি ব্যবস্থা থাকবে। দুই ওভারের মাঝে স্টপ ওয়াচ, ফিল্ড রেস্ট্রিকশন এবং ম্যাচ ফি এর নির্ধারিত অংশ জরিমানা করা।

দুই ওভারের মাঝের বিরতি কোন কারণ ছাড়া এক মিনিটের বেশি হলেই তাৎক্ষণিক শাস্তি পেতে হবে ফিল্ডিং দলকে। সেই ওভারে বাউন্ডারিতে একজন ফিল্ডার কম নিয়ে সম্পন্ন করতে হবে তাঁদের। আবার প্রতি ওভারে দেরি করার জন্য ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হতে পারে, যদিও এই জরিমানার সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছে ৫০ শতাংশ।

এই ব্যাপারটি ছাড়া আরেকটি উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে আইসিসির সর্বশেষ সভায়। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের নকআউটে ম্যাচ ডিএলএসের নতুন নিয়ম দেখা যাবে। এতদিন দ্বিতীয় ইনিংসে পাঁচ ওভার সম্পন্ন হলেই ম্যাচের ডিএলএসের হিসেব করা হতো। কিন্তু বিশ্বকাপের নকআউট পর্বে কমপক্ষে ১০ ওভার খেলা না হলে ফলাফল জানা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link