‘গ্রাউন্ড ব্রেক’ হয়ে গেছে সোহানের, এবার উড্ডয়নের পালা

টেপ-টেনিস ক্রিকেট থেকে উত্থানের পর এমন দুর্ধর্ষ পারফরমেন্স সোহানের 'ক্যারিয়ার পাথ' বদলে দিয়েছে- তা চোখ বন্ধ করে বলে দেওয়া যায়।

আবারও আলোচনায় হাবিবুর রহমান সোহান। এশিয়া কাপ রাইজিং স্টার্স বনে গেছে তার ‘গ্রাউন্ড ব্রেকিং টুর্নামেন্ট’। নিজের আক্রমণাত্মক সত্ত্বার পূর্ণ প্রকাশ ঘটিয়েছেন তিনি বাংলাদেশ ‘এ’ দলের জার্সিতে।

সামনেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ, নিজের মূল্যমানও তিনি এই ধাক্কা বাড়িয়ে নিয়েছেন অনেকটাই। টেপ-টেনিস ক্রিকেট থেকে উত্থানের পর এমন দুর্ধর্ষ পারফরমেন্স সোহানের ‘ক্যারিয়ার পাথ’ বদলে দিয়েছে- তা চোখ বন্ধ করে বলে দেওয়া যায়। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির মালিক বনে গেছেন হাবিবুর রহমান সোহান।

মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করেছেন তিনি। এমনকি ‘লিস্ট এ’- ক্রিকেটেও দ্রুততম সেঞ্চুরির মালিক ডানহাতি এই ব্যাটার। স্রেফ ৪৯ বলে সেঞ্চুরির রেকর্ড রয়েছে তার। এমন একজন ব্যাটার এতদিন অবধি ততটাও ছিলেন না লাইমলাইটে। কিন্তু এবার আন্তর্জাতিক এক টুর্নামেন্টে তার পারফরমেন্স বাধ্য করেছে তাকে আলোচনার বিষয়ে পরিণত করতে। পাঁচ ম্যাচে ২২৮ রান এসেছে সোহানের ব্যাট থেকে।

১৮২.৪৩ স্ট্রাইকরেটে তিনি বনে গেছেন টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। দারুন পেশিশক্তি সোহানের অন্যতম সামর্থ্যের জায়গা। স্রেফ একটি ছক্কায় তিনি পিছিয়ে থেকেছেন এশিয়া কাপে রাইজিং স্টার্সে। ২১ টি ওভার বাউন্ডারিতে তিনি দ্বিতীয় সর্বোচ্চ ছক্কা হাঁকানো ব্যাটার।

প্রথম যখন সোহান বিপিএল খেলতে এলেন খুলনা টাইগার্সের হয়ে- সেবারও তাকে ঘিরে মৃদু উন্মাদনার সৃষ্টি হয়েছিল। আক্রমণাত্মক ব্যাটার বলেই তার দিকে সবার ছিল বাড়তি নজর। কিন্তু তিনি বিপিএলে তার প্রতি থাকা প্রত্যাশার ধারেকাছেও যেতে পারেননি। তাই স্তিমিত হয়ে যায় তাকে ঘিরে হওয়া সকল আলোচনা।

ঘরোয়া ক্রিকেটে খেলে গেছেন। অপেক্ষা ছিল বড় মঞ্চের। তেমনই এক মঞ্চে নিজের সামর্থ্য অবশেষে প্রদর্শনে সক্ষম হলেন সোহান। আর ঠিক সে কারণেই তিনি বনে যেতে পারেন আসন্ন বিপিএলের হটকেক। বেশ চড়া মূল্যে তাকে দলে নিতে চাইতে পারে একাধিক ফ্রাঞ্চাইজি। নিলাম ঘরে তাকে নিয়ে কাড়াকাড়ি হওয়া অবধারিত। কিন্তু সোহান কি পারবেন অব্যাহত রাখতে তার পারফরমেন্সের এই বর্ণিল ধারা?

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link