যত গর্জে তত বর্ষে না। ৩০০ রানের স্বপ্ন দেখিয়ে তাঁর অর্ধেক পথ যেতেই আধমরা হয়ে গেল সানরাইজার্স হায়দ্রাবাদ। আসলে স্বপ্নের কথাটা সানরাইজার্স হায়দ্রাবাদের সাথে আরেকজন বলেছিলেন। তিনি দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন।
সাবেক এই ফাস্ট বোলারের ভবিষ্যদ্বানীর মুখে ঝামা ঘসে দিল মুম্বাইয়ের ওয়াঙখেড়ে স্টেডিয়ামের উইকেট। ডেল স্টেইন আসলে বুঝতে ভুল করেছিলেন। তিনি যা বলেছিলেন, তাঁর ধারের কাছেও যেতে পারেনি হায়দ্রাবাদ। এই উইকেট কোনো ভাবেই ৩০০ রানের নয়। আদতে এখানে যত ঝড়ো ব্যাটিংই কেউ করুক না কেন, ২০০ পর্যন্ত যাওয়াও কঠিন।
ম্যাচ শুরুর আগেও সাবেক অজি অধিনায়ক মাইকেল ক্লার্ক উইকেটে প্রচুর রান দেখতে পেয়েছিলেন। ডেল স্টেইনের সেই মার্চ মাসে দেওয়া আলোচিত টুইটটাও বারবার সামনে আসছিল। কিন্তু মাঠের খেলায় পুরোটাই লবডঙ্কা।
ওয়াঙখেড়ের উইকেট ব্যাটারদের হয়ে কথাই বলল না। বরং, উইকেটে বল বেশ স্লো হয়ে আসল। ট্রাভিস হেডের মত ব্যাটার ২৯ বল খেলে করলেন ২৭ রান। ভাবা যায়! হেনরিক ক্লাসেন শেষ অবধি ২৮ বলে ৩৭ রান করেন। সেটাও সম্ভব হয়েছে এক ওভারের ঝড়ে, একটা সময় তাঁর রান ছিল ২১ বলে ১৬।
শেষ পর্যন্ত প্রতিপক্ষের মাঠে অনিকেত ভার্মা আর প্যাট কামিন্সের ফিনিশিংয়ে ১৬২ রান বোর্ডে জমা করে সানরাইজার্স। মজার ব্যাপার হল, এর মধ্যে আবার দিপক চাহার আর হার্দিক পান্ডিয়া তাঁদের চার ওভারে ৪০-এর ওপর রান গুণেছেন। ম্যাজিকটা হয়েছে জাসপ্রিত বুমরাহ আর উইল জ্যাকসের সাত ওভারে। সেখান থেকে মাত্র ৩৫ রান করে হায়দ্রাবাদ।