ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সকে ৫ উইকেটে হারিয়ে সেরা চারের লড়াইয়ে এগিয়ে গেলো পাঞ্জাব কিংস। ম্যাচের অন্তিম মুহূর্তে নয় বলে ২২ রানের ইনিংস খেলে মোড় ঘুড়িয়ে দেন পাঞ্জাবের শাহরুখ খান, ফলে পরাজিত হয় বলিউড তারকা শাহরুখ খানের দল কলকাতা। কলকাতার একাদশে দুই পরিবর্তন এলেও আজকের ম্যাচেও সুযোগ পাননি সাকিব আল হাসান। লকি ফার্গুসনের ইনজুরিতে সুযোগ পান টিম সেইফার্ট।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ১৬৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দুই ওপেনার মায়াঙ্ক আগারওয়াল ও লোকেয়াহ রাহুলের ব্যাটে উড়ন্ত সূচনা করে পাঞ্জাব। ওপেনিং জুটিতেই আসে ৭০ রান! দলীয় ৭০ রানে ২৭ বলে ৩ চার ও ৩ ছয়ে ৪০ রানের দারুন এক ইনিংস শেষে ফেরত যান আগারওয়াল। শুরুতেই অবশ্য কলকাতার অধিনায়ক ইয়ন মরগান সহজ ক্যাচ ছেড়ে সুযোগ করে দিয়েছিলেন আগারওয়ালকে! আর সেই সুযোগ লুফে নিয়ে ওপেনিং জুটিতে দলকে জয়ের ভীত গড়ে দেন তিনি।
দ্বিতীয় উইকেট জুটিতে ১৪ রানের জুটির পথে ব্যক্তিগত ১২ রানে আউট হন নিকোলাস পুরান। ৮৪ রানে দ্বিতীয় উইকেট হারায় পাঞ্জাব। শেষ ৬ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিলো ৫৭ রান, হাতে ৮ উইকেট!
একপ্রান্ত আগলে রেখে দুর্দান্ত এক ফিফটি তুলে নেন পাঞ্জাব অধিনায়ক লোকেশ রাহুল। তৃতীয় উইকেট জুটিতে আসে ৪৫ রান। এরপর মার্করাম ফিরলে শেষ ৪ ওভারে প্রয়োজন ছিলো ৩৫ রানের! একপ্রান্তে তখনো ঠায় দাঁড়িয়ে রাহুল। পঞ্চম উইকেটে শাহরুখ খানের সাথে ২৮ রানের জুটি থামে শেষ ওভারে। রাহুলের ৫৫ বলে ৬৭ রানের পর শাহরুখ খানের ছয়ে ৩ বল হাতে রেখে ৫ উইকেটের জয় পায় পাঞ্জাব। দুই ছক্কা ও এক চারে ২২ রান করেন শাহরুখ।
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিতে করে ১৮ রান। শুভমান গিল ফেরেন মাত্র ৭ রানে! দ্বিতীয় উইকেট জুটিতে ভেঙ্কটেশ আইয়ার ও রাহুল ত্রিপাঠির ৭২ রানের জুটিতে বড় সংগ্রহেরই ইঙ্গিত দিচ্ছিলা। এরপর দলীয় ৯০ রানে ব্যক্তিগত ৩৪ রানে ফিরেন ত্রিপাঠি। একপ্রান্তে দুর্দান্ত ব্যাটিং করে আইয়ার তুলে নেন ব্যক্তিগত ফিফটি। এরপর দলীয় ১২০ রানে ব্যক্তিগত ৪৯ বলে ৬৭ রানে রবি বিষ্ণুইয়ের শিকার হন আইয়ার। এরপর দ্রুতই ফেরেন অধিনায়ক ইয়ন মরগ্যানও! ব্যাট হাতে ব্যর্থতার চাদর ছেড়ে যেনো বেরই হতে পারছেন না কলকাতার অধিনায়ক।
শেষদিকে নিতিশ রানার ১৮ বলে ২ চার ও ২ ছয়ে ৩১ রানের ক্যামিওতে শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে কলকাতা নাইট রাইডার্স। কলকাতার পক্ষে সর্বোচ্চ ৬৭ রান করেন আইয়ার। অপরদিকে, পাঞ্জাবের পক্ষে ৪ ওভারে ২২ রানে বিষ্ণয় ২ এবং আর্শদ্বীপ সিং ৩২ রানে নেন ৩ উইকেট।
- সংক্ষিপ্ত স্কোর
কলকাতা নাইট রাইডার্স: ২০ ওভারে ১৬৫/৭; আইয়ার ৬৭(৪৯), ত্রিপাঠি ৩৪(২৬) ও রানা ৩১(১৮); (আর্শদ্বীপ ৪-০-৩২-২, বিষ্ণুই ৪-০-২২-২)
পাঞ্জাব কিংস: ১৬৮/৫; রাহুল ৬৭(৫৫), আগারওয়াল ৪০(২৭), শাহরুখ ২২*(৯); (বরুণ চক্রবর্তী ৪-০-২৪-২, শিভাম মাভি ৪-০-৩১-১)
ফলাফল: পাঞ্জাব কিংস ৫ উইকেটে জয়ী।