কিসের আবার পেস ব্যাটারি! মুখে না হলেও ব্যাটে সেই কথাটাই বললেন মার্কাস স্টোয়িনিস। হোবার্টের লো-স্কোরিং ম্যাচে তিনি পাকিস্তানি পেস বোলিংয়ের মসনদ কাঁপিয়ে ব্যাট চালিয়েছেন প্রায় ২২৬ স্ট্রাইক রেটে।
সিরিজের সেরা বোলার হারিস রউফ হোক, কিংবা হোক ওয়ানডে র্যাংকিংয়ের এক নম্বর বোলার শাহীন আফ্রিদি – সামনে যেই আসুক না কেন – স্টোয়িনিস কেবল ব্যাট চালিয়েছেন। আর তারই ফলাফল ২৭ বলে তাঁর ৬১ রান।
ইনিংসে ছিল পাঁচটি চার আর পাঁচটি ছক্কা। মানে বাউন্ডারি থেকেই এসেছে তাঁর হাফ সেঞ্চুরি। হোবার্টের বাইশ গজে দৌঁড়ে রান নেওয়ার থেকে তাঁর চার-ছক্কা হাকানোকেই সহজ সমাধান মনে হয়েছে।
পাকিস্তান মামুলি ১১৭ রানের সংগ্রহ দাঁড় করিয়েছিল বোর্ডে। আধুনিক টি-টোয়েন্টিতে এই সামান্য স্কোর দিয়ে লড়াই করা সম্ভব নয়। পাকিস্তান পারেওনি। আর অস্ট্রেলিয়ার রান তাড়াটা আরও সহজ করে দেয় স্টোয়িনিসের ঝড়ো ব্যাটে।
মাত্র ১২ তম ওভারে গিয়েই ম্যাচের ফলাফল বের করে আনে অস্ট্রেলিয়া। এমন ঝড়ের দিনে বোলারদের তেমন কিছু করারও থাকে না আসলে। হারিস রউফের এক ওভারেই দু’টি করে ছক্কা ও চার হাকিয়েছেন। অস্ট্রেলিয়ায় নিজের পরিচিত কন্ডিশনেও হারিস রউফ যেন বনে যান পাড়ার বোলার।
এরপর ছাড় পাননি শাহীন আফ্রিদিও। তাঁর এক ওভারেও স্টোয়িনিসের ব্যাট থেকে আসে তিনটি ছক্কা আর একটি চার। ওই একটা ওভারেই অস্ট্রেলিয়া রান তোলে ২৫ টি। ১১৮ রান তাঁড়া করার ইনিংসে এক ওভারেই ২৫ রান আসলে ম্যাচে আর বাকি থাকে কি!