মৌসুমের শুরুতে দল ছাড়লেই নিষিদ্ধ!

এবার আইপিলের প্রস্তুতি বেশ জোরেশোরে করছে বিসিসিআই। নি:সন্দেহে জাঁকজমক একটা ফ্রাঞ্চাইজি লিগ পেতে যাচ্ছে ক্রিকেট বিশ্ব। এবার আইন কানুনও বেশ কড়া।

বোঝাই যাচ্ছে এবারকার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ(আইপিএল) বেশ জমকালো হবে। তবে এই মৌসুমে যোগ হয়েছে বেশ কিছু নতুন আইন। তার মধ্যে একটা আইন বেশ খটমটে।

তবে আইনটা নিলামে দল পাওয়া খেলোয়াড়দের জন্য প্রযোজ্য। নিলামে দল পাওয়া কোনো খেলোয়াড় মৌসুম শুরুর আগে দল ছাড়লে বা নাম প্রত্যাহার করলে, কঠোর এক আইনের আওতায় পড়তে হবে তাকে। 

এমন খেলোয়াড়রা আগামী দু মৌসুম আইপিলে অংশ নিতে পারবেন না আর। নিষিদ্ধ বলে বিবেচিত হবেন তারা। তবে এ আইনটা বিশেষ ক্ষেত্রে প্রযোজ্য হবে না। যেমন কোনো রকম ইনজুরি বা অসুস্থতার ক্ষেত্রে ছাড় পাবেন খেলোয়াড়রা।

ইংল্যান্ডের তারকা গাস অ্যাটকিনসন, মার্ক উড, ডেভিড উইলি এবং মারকুটে হ্যারি ব্রুক এই মৌসুমে দল ছেড়েছেন। যাদের মাঝে হ্যারি ব্রুক তার দাদীর মৃত্যুতে নিজের নাম প্রত্যাহার করেছেন। সেক্ষেত্রে তারাও এই আইনের আওতাধীন। 

এছাড়া আইপিএল মৌসুমে দল গুলো ছয় জন করে খেলোয়াড় ফিরিয়ে আনতে পারবে। যেটাকে আইপিএলে প্লেয়ার রিটেইন বলা হয়।

প্রতি তিন মৌসুমে হবে একটা করে ‘মেগা অকশন’।  এই নিলাম পর্বটাই দল নির্মানের প্রথম কাজ। এছাড়া খেলোয়াড়দের চুক্তির বাইরে ম্যাচ প্রতি অতিরিক্ত সাড়ে সাত লাখ রূপি নির্ধারণ হয়েছে। পাশাপাশি ভারতীয় অবসরপ্রাপ্ত খেলোয়াড়দের জন্য রয়েছে ফিরে আসার সুযোগ।

এবার আইপিলের প্রস্তুতি বেশ জোরেশোরে করছে বিসিসিআই। নি:সন্দেহে জাঁকজমক একটা ফ্রাঞ্চাইজি লিগ পেতে যাচ্ছে ক্রিকেট বিশ্ব। যার মূল শক্তি খেলোয়াড়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহন। তা নিশ্চিতেই এবার আইন কানুন ও বেশ কড়া।

Share via
Copy link