ফর্মের শুভ্র ভেলায় চেপে আনন্দ ভ্রমণে বেড়িয়েছেন গিল

বছরের স্রেফ দ্বিতীয় মাস চলমান। এই স্বল্প সময়ে চারটি ওয়ানডে খেলেছেন শুভমান। প্রতিটি ম্যাচেই তিনি পঞ্চাশ রানের গণ্ডি পেরিয়েছেন। বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরিটা একটু বিশেষ হয়ে রইল বটে।

তানজিম হাসান সাকিবের বলে ছক্কা মেরে বল পাঠালেন গ্যালারির দ্বিতীয় তলায়। ৯৮ মিটার ছক্কাতেই শুভমান গিল মনে করিয়ে দিলেন তার ফর্মের কথা। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফর্মের শুভ্র ভেলায় চেপেই প্রবেশ করেছেন শুভমান গিল। চলতি বছরে দ্বিতীয় সেঞ্চুরি লেখা হয়ে গেল শুভমান গিলের নামে।

বছরের স্রেফ দ্বিতীয় মাস চলমান। এই স্বল্প সময়ে চারটি ওয়ানডে খেলেছেন শুভমান। প্রতিটি ম্যাচেই তিনি পঞ্চাশ রানের গণ্ডি পেরিয়েছেন। বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরিটা একটু বিশেষ হয়ে রইল বটে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেছেন। তরুণ এই ব্যাটার প্রথম ম্যাচেই স্টেটমেন্ট দিয়ে রাখলেন। ভারতের ব্যাটিং লিগ্যাসি যোগ্য হাতেই স্থানান্তরিত হয়েছে।

দুবাইয়ের উইকেটে রান করা ততটাও সহজ ছিল না। বিপর্যয়ের মুখ থেকে বাংলাদেশ মোটামুটি একটা পুঁজি গড়ে নিজেদের জন্যে। ২২৯ রানের লক্ষ্যমাত্রা অবশ্য কখনোই ভারতের জন্যে দুশ্চিন্তার কারণ ছিল না। এর মূল কারণ হচ্ছে শুভমানের অতিমানবীয় ফর্ম।

ইনিংসের শুরু থেকে শেষ, পুরোটা সময় ধরে বাইশ গজে সাবলীল ভঙ্গিমায় ব্যাট চালিয়ে গেছেন গিল। দুবাইয়ের স্লো উইকেটেও তাকে কোন চ্যালেঞ্জ জানাতে পারেনি বাংলাদেশের বোলাররা। আত্মবিশ্বাসে টইটুম্বুর গিল সেঞ্চুরি তুলে নিলেন মাত্র ১২৫ বলে।

ওয়ানডে ক্রিকেটে অষ্টম সেঞ্চুরি তুলে নিলেন চ্যাম্পিয়ন্স ট্রফির বড় মঞ্চে। প্রায় প্রতি দুই ইনিংসে একটি করে হাফ সেঞ্চুরি পার করা ইনিংস খেলেছেন ওয়ানডে ক্রিকেটে। এই মুহূর্তে তিনি রয়েছেন আইসিসি ওয়ানডে ব্যাটারদের র‍্যাংকিংয়ের এক নম্বরে।

শচীন টেন্ডুলকার, বিরাট কোহলিদের ব্যাটনটা শক্ত করেই হাতে ধরে রেখেছেন শুভমান গিল। এখন ফর্মের এই ভেলায় চেপে দিগন্তের পানে ছুটে যাওয়ার পালা। কোথায় থামবেন শুভমান সেটা অজানা। কিন্তু তিনি যে সহসাই থামছেন না, সে বার্তাই দিয়ে রাখলেন। শুভমানরা উড়তে থাকেন বলেই তো প্রতিটা শিরোপার দাবি জানায় ভারত। এবারও তাই ব্যতিক্রম ঘটছে না।

Share via
Copy link