গড়পড়তা থেকে সেরাদের সেরা – সুরিয়াকুমার যাদবের ক্ষেত্রে এই কথাটা এখন খুব যায়। ২০১৭ আইপিএলের আগ পর্যন্তও সেভাবে পরিচিত ছিলেন না। কিন্তু মুম্বাই ইন্ডিয়ানসে এসেই যেন ভাগ্য বদলে গেল সুরিয়া কুমারের।
আগের সব ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) যেখানে ফিনিশার হিসেবে খেলেছিলেন সেখানে মুম্বাইয়ের হয়ে শেষ পাঁচ আইপিএলে খেললেন টপ অর্ডারে। এতেই মিলল সফলতা। টানা ৩ আইপিএলে করলেন যথাক্রমে ৫১২, ৪২৪ ও ৪৮০ রান।
আইপিএলের টানা সুরিয়াকুমার যাদব ফর্ম টেনে এনেছেন জাতীয় দলেও। বেশ কিছুদিন ধরে ভারতের একাদশে নিজেকে পাকাপোক্ত অবস্থানেই নিয়ে গিয়েছেন তিনি। বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতের ব্যাটিং অর্ডারে ৪ নম্বর জায়গাটা বলতে গেলে নিজেরই করে নিয়েছেন। অবশ্য ২০২২ সাল জুড়ে যে দুর্দান্ত ফর্মে রয়েছে তাঁর জায়গাটা মিউজিক্যাল চেয়ারের মত নড়ানোর অবকাশই থাকে না।
এই যেমন, এই বছরের জুলাই মাসেও ভারত-ইংল্যান্ড সিরিজে তৃতীয় টি- টোয়েন্টি ম্যাচে সুরিয়া কুমার যাদব দারুণ এক সেঞ্চুরি করে তাক লাগিয়ে দিয়েছিলেন। ৫৫ বলে ১১৭ রানের ইনিংস খেলেছিলেন সুরিয়া। দুই ম্যাচ বাদেই আবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই খেলেন ৪৪ বলে ৭৬ রানের ইনিংস। পুরো সিরিজ জুড়েই সুরিয়ার সূর্যতাপ বেশ হাড়ে হাড়ে টের পেয়েছিল ওয়েস্ট ইন্ডিয়ান বোলাররা।
ওয়েস্ট ইন্ডিজ সিরিজ এর পর এশিয়া কাপেও দেখিয়ে ছিলেন বিধ্বংসী রূপ। হংকংয়ের বিপক্ষে খেলেছিলেন ২৬ বলে ৬৮ রানের ইনিংস। আর ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে তো সুরিয়াকুমার ছিলেন আরও দুর্দান্ত।
প্রথম ম্যাচে ২৫ বলে ৪৬ রানের ইনিংসে পর সিরিজ নির্ধারণী ম্যাচে খেলেন ৩৬ বলে ৬৯ রানের মহা গুরুত্বপূর্ণ এক ইনিংস। মূলত এই ইনিংসের কল্যাণেই ভারত সিরিজ জয়ের পথে এগিয়ে যায়।
২০২২ সালের এই এক বছরেই সুরিয়াকুমার যাদব চারটি হাফ সেঞ্চুরি আর এক সেঞ্চুরিতে করেছেন ৬৮২ রান। এই রান করার ক্ষেত্রে ৩৭.৮৮ গড়ের পাশাপাশি স্ট্রাইক রেটও ছিল দুর্দান্ত, ১৮২.৮৪। শেষ ম্যাচে অজিদের বিপক্ষে ৬৯ রান করা আগে এ বছরে আন্তর্জাতিক টি-টোয়েন্টি সবচেয়ে বেশি রান করার দৌড়ে এগিয়ে ছিলেন নেপালেন সিং এরি। ২০২২ সালে তিনি রান করেছেন ৬২৬।
সুরিয়াকুমার যাদব এই মুহূর্তে ৬৮২ রান করে টপকে গিয়েছেন তাকে। এ ছাড়া চেক রিপাবলিকের সাবাওন ডেভিজি ৬১২ রান করে আছেন তিন নম্বরে। আর এ বছরে মোহাম্মদ রিজওয়ান করেছেন ৫৫৬ রান। ৩ রান কম করে পঞ্চম স্থানে আছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক নিকোলাস পুরান।
টি-টোয়েন্টি ক্রিকেটে দারুণ সময় পার করা সুরিয়াকুমার যাদব টি-টোয়েন্টি ব্যাটার র্যাংকিংয়েও আছেন প্রথম সারিতে। এই মুহূর্তে মোহাম্মদ রিজওয়ান আর এইডেন মারক্রামের পরের সেরা ব্যাটার র্যাংকিংয়ে তৃতীয় অবস্থানে আছেন তিনি।
এইতো আর ক’দিন। দরজায় কড়া নাড়ছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুর আর বেশি দিন নেই। ফেবারিটের তকমায় শিরোপা জয়ের প্রত্যাশা নিয়েই মাঠে নামবে ভারত। তবে প্রধান শক্তি ব্যাটিং লাইন আপে সুরিয়াকুমার যাদব হতে পারেন এক্স ফ্যাক্টর।
চারিদিক দারুণ শট খেলার যে দারুণ ক্ষমতা তাঁর মধ্যে আছে তাতে অস্ট্রেলিয়ার কন্ডিশনে নিশ্চিতভাবেই ভাল করার সম্ভাবনা প্রবল। আর নিজের দিনে সুরিয়া কুমার সূর্য হয়ে উঠতে পারলে তাঁর খরতাপে প্রতিপক্ষ বোলাররা ছারখার হবেই। সম্ভবত সে দৃশ্য দেখার জন্যই উদগ্রীব হয়ে আছে ভারতীয় সমর্থকরা।