সুরিয়ার আগুন নিভিয়ে দিল বেরসিক বৃষ্টি!

ম্যানুকা ওভালের কালো মেঘটাই কাল হয়ে দাঁড়াল সুরিয়াকুমার যাদবের রৌদ্রজ্বল আকাশে। দুই দফায় বৃষ্টি এসে থামিয়ে দিল সুরিয়ার ব্যাটিং ঝড়। অধিনায়কের ফর্মে ফেরার আভাস বার্তাটা তাই আর পরিপূর্ণতা পেল না।

ম্যানুকা ওভালের কালো মেঘটাই কাল হয়ে দাঁড়াল সুরিয়াকুমার যাদবের রৌদ্রজ্বল আকাশে। দুই দফায় বৃষ্টি এসে থামিয়ে দিল সুরিয়ার ব্যাটিং ঝড়। অধিনায়কের ফর্মে ফেরার আভাস বার্তাটা তাই আর পরিপূর্ণতা পেল না।

টসে জিতে অস্ট্রেলিয়া নিয়েছিল ফিল্ডিংটা। জুটি বেধে নামলেন শুভমান গিল আর অভিষেক শর্মা। দুজনে মিলে স্বভাবসুলভ শুরু করলেন, ৩৫ রানের জুটিও গড়লেন। অভিষেক ফিরলেন ১৯ রানে। তিন নম্বরে নিজেকে আনলেন সুরিয়া।

অধিনায়ক ফর্মে নেই, দল জিতলেও নেতা ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিতে পারছেন না ঠিকমতো। তাই তো রানে ফেরাটা ছিল তাঁর জন্য মহাগুরুত্বপূর্ণ।

ক্রিজে নেমে নিজেকে গুছিয়ে নিতে সময় নিলেন মোটে তিন বল। এরপরই হ্যাজেলউডের বলে স্কয়ার লেগের ওপর দিয়ে ছক্কা হাঁকালেন, ইঙ্গিত দিলেন আজকে দিনটা তাঁর। তবে সুরিয়ার আগুনে তেজ নিভিয়ে দিল বৃষ্টি।

প্রায় ৫০ মিনিটের বিরতিতে দিয়ে মাঠে ফিরল দুই দল। ম্যাচ দাঁড়াল ১৮ ওভারে। সুরিয়া আর গিল যেখানে শেষ করেছিলেন শুরুটা করলেন সেখান থেকেই। দুজনে ব্যাটে তখন চার-ছক্কার ফুলঝুরি। একপ্রান্তে গিল তখন ২০ বলে ৩৭, অন্যপাশে সুরিয়ার ব্যাটে ২৪ বলে ৩৯ রান। স্ট্রাইক রেটটাও ১৬২-এর উপরে।

৯.৪ ওভারে ভারতের স্কোরবোর্ডে রান উঠলো এক উইকেটের বিনিময়ে ৯৭। এরপর আবারও ওই বেমানান বৃষ্টি। ব্যাট গুটিয়ে মাঠ ছাড়লেন দুজনেই। ড্রেসিংরুমে ফের অপেক্ষাটা বাড়ল মাঠে নামার জন্য। তবে এ দফায় আর সে সুযোগ এলো না, হলো না অপেক্ষার অবসান। পরিত্যক্ত হলো ম্যাচ।

ফলাফল না এলেও ভারতের ডেরায় স্বস্তি ফিরল। সুরিয়ার ব্যাট যে অনেকদিন পর আলো ছড়িয়েছে। পরিপূর্ণতা না পেলেও ফেরার একটা আভাস ঠিকই দিয়ে গেছে।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link