নাটকের পর নাটক, শ্বাসরুদ্ধকর লড়াই, বাংলাদেশ প্রিমিয়ার লিগের(বিপিএল) সবচেয়ে জমজমাট ম্যাচটা উপহার দিল সিলেট টাইটান্স এবং নোয়াখালী এক্সপ্রেস। জেতা ম্যাচটা হাতছাড়া হওয়ার আশঙ্কা, মেহেদি হাসান রানার হ্যাটট্রিক, শেষ ওভারের নাটক, সবশেষে এক উইকেটে জয় পেল সিলেট।
টসে হেরে ব্যাটিংয়ে নামা নোয়াখালী খেই হারিয়ে ফেলে শুরুতেই। ইনিংসের প্রথম বলে মোহাম্মদ আমিরের বলে কাটা পড়েন মাজ সাদাকাত। পরের ওভারে খালেদ আহমেদের জোড়া আঘাত। নয় রানে তিন উইকেট হারিয়ে শুরুতেই কোনঠাসা হয়ে পড়ে নোয়াখালী।

একপর্যায়ে অবস্থাটা এমন দাঁড়ায়, ১০০ রান করাটাই যেন দুঃসাধ্য ব্যাপার। ঘোরতর বিপর্যয়ে ঢাল হয়ে দাঁড়ান জাকের আলী এবং মাহিদুল ইসলাম অঙ্কন। দুজনের জুটি থেকে আসা ৬৬ রান এ যাত্রায় বাঁচায় নোয়াখালীর মান। ২৯ রানে জাকের ফিরলেও অঙ্কন নিজের ব্যক্তিগত খাতায় যোগ করেন ৬১ রান। শেষপর্যন্ত নোয়াখালীর সংগ্রহ দাঁড়ায় ১৪৩।
জবাবে ব্যাট করতে নেমে সিলেটেরও একই হাল। রানের খাতা খোলার আগেই হাসান মাহমুদের শিকার হয়ে সায়িম আইয়ুব সাজঘরে ফিরে যান। এরপরই স্বল্প সময়ের ব্যবধানে আরও দুই উইকেট হারিয়ে বিপাকে পড়ে সিলেট। সেখান থেকে পারভেজ হোসেনের ৬০ রানের ইনিংসে ভর করেই জয়ের দ্বারপ্রান্তে পৌঁছায় সিলেট।

এই পর্যন্ত সব ঠিকই ছিল, সহজ জয় তুলে নেওয়ার অপেক্ষায় ছিল সিলেট। আর এরপরই মেহেদি হাসান রানার অবিশ্বাস্য হ্যাটট্রিক, এক নিমিষেই দৃশ্যপট বদলে গেল। শেষ ওভারে সমীকরণ দাঁড়াল ছয় বলে ১৩। ম্যাচের লাগাম চলে এসেছে তখন নোয়াখালীর হাতে। তবে এখানেও আরও এক নাটক মঞ্চায়িত হলো। ইথান ব্রুকসের ফিনিশিংয়ে সিলেটই জয়ের হাসি হাসল।











