বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি ও ওমান

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপিং চূড়ান্ত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এক সংবাদ বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। প্রথম রাউন্ডে গ্রুপ ‘বি’ তে খেলবে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সাথে আছে স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি ও ওমান।

টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেলার আগে প্রথম রাউন্ডে খেলতে হবে বাংলাদেশকে। এই প্রথম রাউন্ডে দুটি গ্রুপে ভাগ হয়ে চূড়ান্ত পর্বে জায়গা পেতে লড়বে আটটি দল। বাংলাদেশ ছাড়া টেস্ট খেলুড়ে দেশ গুলোর ভিতর শুধুমাত্র শ্রীলঙ্কা খেলবে প্রথম রাউন্ডে।

আর ‘এ’ গ্রুপে রয়েছে আয়ারল্যান্ড, নামিবিয়া, নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কা। প্রতিটা গ্রুপের চ্যাম্পিয়ান দল ও রানার্সআপ দল খেলবে মূল পর্বে। বিশ্বকাপের মূল পর্বে সরাসরি অংশ নেবে আটটি দেশ। বাকি আটটি দেশ হলো ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, নিউজিল্যান্ড আফগানিস্তান এবং ভারত।

মূল পর্বে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলবে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ান দল ও ‘বি’ গ্রুপের রানার্সআপ দল। আর পাকিস্তান, নিউজিল্যান্ড, আফগানিস্তান ও ভারতের সাথে খেলবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ান দল ও ‘এ’ গ্রুপের রানার আপ দল।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হবে। করোনা পরিস্থিতির অবনতি হওয়াতে বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত না হলেও আয়োজক হিসাবে ভারতই থাকবে। গত ২৯ জুন বিশ্বকাপের এই সব বিষয় চূড়ান্ত করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

আট দলের কোয়ালিফায়ারের প্রথম রাউন্ড ওমান ও আরব আমিরাত মিলিয়ে অনুষ্ঠিত হবে। বিশ্বকাপের ম্যাচ গুলো অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাত ও ওমানের মোট চারটি ভেন্যুতে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু গুলো হলো সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম, আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়াম ও শারজাহ স্টেডিয়াম এবং ওমান অ্যাকাডেমি গ্রাউন্ড। বিশ্বকাপ শুরু হবে ১৭ অক্টোবর এবং শেষ হবে ১৪ নভেম্বর।

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপিং

  • প্রথম রাউন্ড

গ্রুপ ‘এ’ : শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, নামিবিয়া

গ্রিপ ‘বি’ : বাংলাদেশ, স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি, ওমান

  • মূল পর্ব

গ্রুপ ‘এ’ : ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন দল ও ‘বি’ গ্রুপের রানার আপ দল।

গ্রুপ ‘বি’ : ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, আফগানিস্তান ও ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন ও ‘এ’ গ্রুপের রানার আপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link