তাইজুল ইসলাম, স্পিন ডিপার্টমেন্টের অলিখিত সেনাপতি

তাইজুল ইসলামের কাঁধে মুশতাক আহমেদের ভরসার হাত। কেননা তাইজুলই তো এখন বাংলাদেশের স্পিন ডিপার্টমেন্টের অলিখিত সেনাপতি। 

তাইজুল ইসলামের কাঁধে মুশতাক আহমেদের ভরসার হাত। দলের তিন স্পিনারকে নিয়ে গলে বেশ সিরিয়াস বাংলাদেশের স্পিন বোলিং কোচ। অনুশীলন শুরুর আগে বুঝিয়ে দিলেন তাদের ঠিক কি করতে হবে। আর তাইজুলকে একটু বাড়তি উপদেশও দিলেন তিনি। কেননা তাইজুলই তো এখন বাংলাদেশের স্পিন ডিপার্টমেন্টের অলিখিত সেনাপতি।

সাকিব আল হাসান নেই, নতুন নয়, বেশ পুরনো তথ্য। সাকিবকে ছাড়া শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দল। তার অভাবটা অনুভূত হবে নিঃসন্দেহে। আর সেই অভাব অনেকটাই কমিয়ে দিতে পারেন স্পিন ডিপার্টমেন্টে তাইজুল ইসলাম।

একটা দূর্গ স্রেফ স্টেডিয়াম ও সমুদ্রকে আলাদা করেছে। গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের উইকেটে তাই আর্দ্রতার প্রভাবটা থাকবে প্রকট আকারেই। ভারি বাতাসের সাথে বলের খেলা জমিয়ে তোলার কাজটা যে তাইজুলকেই করতে হবে। ধীরগতিতে বল ছুড়ে সর্বোচ্চ টার্ন আদায় করতে হবে তাকে।

সেসব টোটকাই হয়ত দিচ্ছিলেন মুশতাক আহমেদ। এরপরই তাইজুলরা শুরু করেন অনুশীলন। সাথে ছিলেন নাঈম হাসান ও হাসান মুরাদ। জ্বরের কারণে অনুশীলনে আসেননি মেহেদী হাসান মিরাজ। যদি গল টেস্টের আগে মিরাজ সুস্থ হয়ে না ওঠেন তবে, বাংলাদেশের স্পিন আক্রমণে ধার অনেকটাই কমবে।

সেই ধারের সমাধান হিসেবে নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হককে দেখা গেছে বোলিং ঝালিয়ে নিতে। প্রয়োজনের সময় তারাও যেন বল হাতে দলকে সহয়তা করতে পারেন। তাদের অনুশীলনও গভীর মনোযোগ দিয়ে তদারকি করেছেন মুশতাক আহমেদ।

দিনশেষে গল টেস্টে বাংলাদেশ হয়ত দুইজন জেনুইন স্পিনার নিয়েই নামতে চাইবে। মেহেদী হাসান মিরাজ সুস্থ হয়ে গেলে, তার সঙ্গী হবেন তাইজুল ও নাঈম। নতুবা তাইজুল ও নাঈমকেই সামলে নিতে হবে স্পিন ডিপার্টমেন্ট। কন্ডিশনের সাথে মানিয়ে নিয়ে তাইজুলরা ঠিক কতটুকু ডেলিভার করতে পারবে?

Share via
Copy link